জাতীয় চিড়িয়াখানা | National Zoo | Bangladesh National Zoo | নতুন সময়সূচী | Travel National Zoo

বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা যা ঢাকার মিরপুরে অবস্থিত। চিড়িয়াখানাটি ১৮৬ একর জায়গা জুড়ে বিস্তৃত। চিড়িয়াখানায় রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী – পাখি। আরো রয়েছে একটি শিশু পার্ক এবং প্রাণী জাদুঘর। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ১৯৭৪ সালের ২৩ই জুন।

আজকে আপনাদের ঘুরে দেখাবো পুরো চিড়িয়াখানাটি এবং পরিচয় করিয়ে দিব বিভিন্ন প্রজাতির প্রাণীদের সাথে।

✅ চিড়িয়াখানায় ২ বছরের উর্ধ্বে সকলের টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য ৫০ টাকা। সাপ্তাহিক ছুটির দিন রবিবার। চিড়িয়াখানাটি সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। পুরো চিড়িয়াখানাটি ঘুরতে ৩-৪ ঘন্টা সময় লেগে যাবে।

✅ পরামর্শ হিসেবে থাকবে হিংস্র প্রাণী থেকে সাবধানে থাকবেন।

#nationalzoo
#dhakazoo
#bangladeshzoo
#mirpurzoo
#zoo
#Travel_with_RIAZUL
#TravelwithRiazul
#EERIAZUL
#Riazulislam
#TravelBD
#Travel_Guide

✓ A Complete Travel Guide.
✓ প্রতিটি ভ্রমণে নতুন অভিজ্ঞতা তৈরি হয়। ঘুরতে ভালোবাসি। গন্তব্য বহুদূর

___________________________________

আপনি যদি ইলেকট্রিক্যাল বিষয়ক বিভিন্ন ভিডিও- হাউজ ওয়্যারিং , ট্রান্সফরমার বানানো, অ্যামপ্লিফায়ার বানানো , স্পিকার রিপেয়ার, স্পিকার বক্স ইত্যাদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

✅ Another Channel:

https://youtube.com/@electricalengineerriazul?si=u1IF21otFBfyc3fv

📢 ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *