Vlog⇨"SonarGaon & Panama City" || Bangladesh || 2023 || #vlog #travel #bangladesh

সোনারগাঁও ছিল  বাংলার শাসকদের প্রশাসনিক কেন্দ্র। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

◑বড় সরদার বাড়ি যা ঈশা খাঁর জমিদার বাড়ি হিসাবেও পরিচিত, সোনারগাঁও।

◑তাঁতি ও কারিগরদের বিশাল জনসংখ্যার সাথে বাংলার মসলিন বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল সোনারগাঁও।
◑ঈশা খাঁর স্ত্রী  সোনাবিবি নামে সোনারগাঁও এর নামকরণ করা হয়।
◑সোনারগাঁও-এ শিল্পাচার্য জয়নুল আবেদীনের লোকশিল্প জাদুঘর অবস্থিত।
◑পানাম নগর – এই এলাকাটি ১৯শ শতকে সোনারগাঁওয়ের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিলো। এখানে মসলিন কাপড় ব্যবসায়ীরা বাস করতেন। এখানকার সুদৃশ্য বাড়িগুলো এখন ধ্বংসের মুখে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *