#swapno_chura_in_nahid #travel #bangladesh নরসিংদীতে একদিন……

আসসালামু আলাইকুম, আমি নাহিদ।এটা আমার করা প্রথম Travel Blog,তাই দোষ ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি।আপনাদের ভালো লাগলে অবশ্যই আরো ভিডিও বানানোর চেষ্টা করবো।ধন্যবাদ সবাইকে ❤️।
(ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব ৪৩.৮ কিমি।এটি খুবই ঐতিহ্যবাহী একটি জেলা।ঢাকা থেকে খুব সহজেই বাসে অথবা ট্রেনে করে নরসিংদী পৌঁছে যাওয়া যায়।আমি দুইটি দর্শনীয় জায়গার কিছু ছবি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি)
১) প্রথমের চলে গেছি ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়িতে,এটা নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে অবস্থিত। উনিই ১ম কোরান শরীফের পূনাঙ্গ বাংলা অনুবাদক।সকাল ১১টা থেকে জাদুঘরটি খোলা থাকে,সেখানে উনার ব্যবহার্য জিনিসপত্র দেখতে পাওয়া যায়।
২) এরপর চলে যাচ্ছি খান ভিলাতে।এটাও একটি দৃষ্টি নন্দন রিসোর্ট, এটা সকলের জন্য উন্মুক্ত। এটা নরসিংদীর মনোহরদী গ্রামে অবস্থিত। এখানে বিভিন্ন নাটকের শুটিং করা হয়।অনেক মনোমুগ্ধকর পরিবেশ পাওয়া যায় এখানে,পরিবার অথবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরার জন্য উপযুক্ত জায়গা।
Music : https://youtu.be/oZ7PnR_ZKRE
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন please.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *