Ityadi – ইত্যাদি | Hanif Sanket | Tangail episode 2011

This episode of Ityadi – ITTADI – ইত্যাদি was recorded in Dhanbari Nawab Palace under Dhanbari Upazila of Tangail district.

The show was first aired on the screen of Bangladesh Television (BTV) in July 29, 2011.

Ityadi was hosted, directed and scripted by Hanif Sanket.

টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব মঞ্জিলের সামনে ধারণকৃত ইত্যাদি
আমাদের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, মিথ ও বিভিন্ন ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’র মুল অনুষ্ঠান ধারন শুরু হয়েছে দীর্ঘদিন থেকেই। তারই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র ২০১১ সালের ২৯ জুলাই প্রচারিত পর্বটি ধারণ করা হয়েছিল ঐতিহাসিক স্মৃতিবিজরিত ধনবাড়ীর নওয়াব মঞ্জিলে।

‘ইত্যাদি’র এই পর্বের অন্যতম আকর্ষণ হচ্ছে – রংপুর বেতারাঞ্চলে প্রতিষ্ঠিত লালমনিরহাট জেলার চন্দনপাট কালিস্থানে গড়ে ওঠা ‘বাল্যবিবাহ প্রতিরোধ আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব’ এর উপর একটি শিক্ষামূলক প্রতিবেদন। কুড়িগ্রামের উদ্যোমী যুবক আব্দুল কাদেরের উপর রয়েছে আর একটি সচেতনতামূলক প্রতিবেদন। যিনি সীমিত সামর্থ্য নিয়ে শুধুমাত্র বিবেকের তাড়নায় ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। ঢাকা শহরে সাইনবোর্ডহীন দোকান এবং আইন মানা নিয়ে দেয়া বিভিন্ন সাইনবোর্ডের বক্তব্য নিয়ে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।

এছাড়াও রয়েছে ইত্যাদির অন্যান্য নিয়মিত পর্ব নাট্যাংশ ও গান। ইত্যাদির এই পর্বে অভিনয় করেছিলেন শিল্পী আমিনুল হক। যিনি ১৯৫৬ সালে আব্দুল জব্বার খান নির্মিত প্রথম বাংলা ও সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন। উল্লেখ্য টিভি পর্দায় শিল্পী আমিনুল হকের এটিই ছিল শেষ কাজ।

রচনা, পরিচালনা ও উপস্থাপনা: হানিফ সংকেত।

Subscribe to our channel Fagun Audio Vision and watch more shows of Ityadi and creations of Ityadi’s maker Hanif Sanket.

Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.