ঢাকার সাভারের নবীনগর মৃৎ ও কুটিরশিল্প বাজার মৃৎ শিল্পের জন্য প্রশিদ্ধ একটি স্থান। এখানে অনেক গুলো দোকান রয়েছে। ২০-২৫ টি পরিবার এর সঙ্গে জড়িত। তারা এর মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। খুচরা-পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে পণ্য সামগ্রী কিনে নিয়ে যায়। এখানে শুধু ব্যবসায়ীরাই নয়, গৃহিণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় জমে । বংশ থেকে বংশে চলে আসা বহুসংখ্যক মানুষের জীবিকা নির্বাহের প্রধান পেশা হিসেবে শিল্পটি আজ হারিয়ে যাওয়ার পথে।সুতরাং হারিয়ে যাওয়া মৃৎ শিল্পকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি দেশের বড় বড় উদ্যোক্তাদেরকে শিল্পটি বাঁচাতে এগিয়ে আসতে হবে। #bangladesh #trending #travel #vairal #tourism #trip #youtubeshorts #Pottery&cottage