নাপিত্তাছড়া ঝরনা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়ন অন্তর্ভুক্ত ৬ নং ওয়ার্ডের নিচিন্তা ও নিজতালুকের মধ্য দিয়ে নয়দুয়ারের পূর্ব পাশের রাস্তা দিয়ে যেতে হয়
পাহাড়ে অবস্থিত একটি ক্ষুদ্র জলপ্রপাত বা ছড়া। এখানে যে তিনটি ঝরনা রয়েছে সেগুলি কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম। বান্দরকুমকে অনেক সময় বান্দরিছড়া বলে অভিহিত করা হয়। কুপিকাটাখুম ঝরনার বাঁদিকের পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উপরে উঠলে মিঠাছড়ি এবং বান্দরকুম-এর দেখা পাওয়া যায়। বান্দরকুমের অবস্থান বেশ উঁচুতে।
ঝরনাগুলোতে যাওয়ার যে ঝিরিপথ রয়েছে সেটাকে নাপিত্তাছড়া ট্রেইল বলে। এই ঝিরিপথ ছোট ছোট নুড়িপাথরে পরির্কীর্ণ। বর্ষা মৌসুমে ঝরনা ধারায় জলপ্রবাহ উপচে পড়ে। এ ঝরনার পানি শীতল। প্রপাতের সম্মুখবর্তী অংশ বেশ গভীর। এ এলাকায় মারমা উপজাতীয়রা বসবাস করে। বাঢ়বিয়ানী ঝরনার অবস্থানও সন্নিহিত এলকায়।