সীতাকুণ্ড ভ্রমণ গাইড । কোথায় কিভাবে ঘুরবেন | Shitakunda | Sitakunda travel place । Chittagong

সীতাকুণ্ড ভ্রমণ গাইড । কোথায় কিভাবে ঘুরবেন | Shitakunda | Sitakunda travel place । Chittagong
সীতাকুণ্ড যাওয়ার উপায় :
ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোন বাসে সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে আসতে ভাড়া নিবে ৪৮০ টাকা । কম ভাড়ায় যেতে চাইলে ঢাকা থেকে ফেনি বাস ভাড়া ২৭০ টাকা । ফেনি থেকে চট্টগ্রাম গামী লোকাল বাসে সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের যেকোন স্পটে যেতে বাস ভাড়া নিবে ৫০-৬০ টাকা । ট্রেনে যেতে চাইলে সরাসরি ঢাকা থেকে মেইল ট্রেনে সীতাকুণ্ডে যেতে পারেন , ভাড়া নিবে ১২০ টাকা তার পর সীতাকুণ্ড বাস স্ট্যান্ড হতে লেগুনা/ সিএনজি যোগে জেকোন স্পটে জেতে পারবেন মাত্র ৩০– ৫০ টাকা ভাড়ায়। যেহেতু মেইল ট্রেনে সিট পাওয়া যায় না তাই রাতের তূরনা নিশিতা ট্রেনে করে ফেনি নামতে পারেন , ঢাকা টু ফেনি ভাড়া নিবে ২৬৫-৬০৪ টাকা । ফেনি রেলওয়ে স্টেসন থেকে ৫০ টাকা রিক্সা ভাড়া দিয়ে যাবেন মহিপাল বাস স্ট্যান্ডে , আর মহিপাল থেকে সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের যেকোন স্পটে যেতে বাস ভাড়া ৫০-৬০ টাকা নিবে , চট্টগ্রাম শহরের অলংকার মোড় থেকে ফেনি গামী বাসে সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে আসতে পারবেন। বাস স্টেসন ভেদে ভাড়া নিবে জন প্রতি ৫০-৮০ টাকা করে ।

আমাদের ভ্রমণ করা সীতাকুণ্ডের স্পট সমুহের আলাদা ভিডিও লিংক নীচে দেয়া হলোঃ

১| খৈয়াছড়া ট্রেইল (Khoiyachora Waterfall) : https://youtu.be/ImBB_pzfQJo

২। নাপিত্তাছড়া ট্রেইল (Napittachora Waterfall) : https://youtu.be/6xbxiFoQNF0

৩। সীতাকুণ্ড ইকোপার্ক সুপ্তধারা এবং সহস্রধারা ট্রেইল (Shitakundo Eco Park) : https://youtu.be/yJQoACgseKs

৪। সহস্রধারা – ২ ট্রেইল(Sohosrodhara Waterfall): https://youtu.be/nElN6IS6ois

৫। বড় কমলদহ ট্রেইল(Boro Komoldoho Waterfall): https://youtu.be/RZW2ixR5Akc

৬। ঝরঝরি ট্রেইল(Jhorjhori Waterfall): https://youtu.be/38R_K3DmhiQ মূর্তি ঝর্ণা,Murti https://youtu.be/BfU9vUl39MM

৭। বাড়বকুণ্ড ট্রেইল (Barabkunda Trail): https://youtu.be/2HE4JO6Ee_8

৮। বোয়ালিয়া ট্রেইল (Boalia Waterfall) : https://youtu.be/6v2MVvwecGk

৯। সোনাইছড়ি ট্রেইল (Sonaichari Trail) : https://youtu.be/9_VHPYdN5_A

১০। চন্দ্রনাথ পাহাড় (Chandranath Hill) : https://youtu.be/nimju7v4OHk

১১। মহামায়া লেক (Mohamaya Lake) : https://youtu.be/BliSryaO8Qo

১২ । বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত (Bashbaria Sea Beach): https://youtu.be/equUIIKBu0Q

১৩। গুলিয়াখালি সমুদ্র সৈকত (Guliakhali Sea Beach): https://youtu.be/2TZjqLzRdYI

১৪। কুমিরা সন্দীপ ঘাঁট (Kumira Ghat): https://youtu.be/7CylWCHOaQA

১৫। হরিণমারা-হাটুভাঙ্গা ট্রেইল (horinmara trail) : ঢাকা থেকে গেলে চট্টগ্রামগামী যে কোন বাসে সীতাকুন্ডের আগে ছোট কমলদহ বাজার আর সেই বাজারের পরের রাস্তা আর বাইপাস রোড যেখানে মিলেছে সেখানে নামবেন। সেখান থেকে রাস্তায় পূর্বদিকে ঢুকতে হবে , এরপর এই রাস্তা ধরে এগুলেই পাবেন নীলাম্বর লেক ,এরপর লেকের পাড় ধরে হাটতে থাকলে কিছুক্ষণ পরে পাবেন একটি উঁচু পাহাড় , সেই পাহাড় পেরিয়ে ঝিরি যেখানটায় লেকে মিশেছে সেখান থেকে শুরু ঝিরিপথ ।

১৬।ভাটিয়ারীলেক (Bhatiary Lake):চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে লোকাল সিএনজি বা অটোতে চড়ে বড় দীঘির পাড় নামবেন, ভাড়া নিবে ১০ টাকা। সেখান থেকে চান্দের গাড়ি টাইপ লেগুনায় চড়ে ভাটিয়ারি যাবার পথে যেকোন স্থানে নেমে যেতে পারবেন, ভাড়া ২০ টাকা নিবে।

Horinmara footage credit: Sezan on Trail
Bhatiary Lake footage credit: Discover BANGLADESH
Drone Credit: Dihan Chowdhury

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *