Bhagar Full Web Series Explain In Bangla

পেটের দায় যখন লজ্জার সীমা পেরয়! ||Bhagar Full WebSeries Explain In Bangla #bhagar
পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনা ছিল ভাগাড়কাণ্ড।মরা পশুর(কুকুর,বেড়াল ইত্যাদি)দেহ যা গার্বেজ হিসেবে ভাগাড়ে ফেলে দেওয়া যা কি না পচনশীল সেগুলো দিয়েও যে ব্যবসা করা হয় তা প্রকাশ্যে আসে বেশকিছু মানুষের মৃত্যু,অসুস্থার তদন্তে নেমে।তারওপরই বেশ করে তৈরী এই সিরিজটি যদিও তাতে ভেজালকারবারের দিকটাও তুলে ধরা হয়েছে;এই কারবারের পেছনে জড়িত মূল অভিযুক্ত প্রথমে ধরা পড়ে এবং জামিনে মুক্তি পেয়ে যায় এবং বেড়িয়ে ভেজালকারবারে হাত পাকায় সঙ্গে সুপারী কিলিং তো আছেই।এই ঘটনাগুলোর পর্দা ফাঁস করছে এক ইউটিউবার এবং একসময় তাকেও মারার সুপারী দেওয়া হয় এমন একজনকে যার বাচ্ছা কি না ঐ ভাগাড়ের মাংস খেয়েই মারা গেছে,,,,,,,,,,,,,,,,,,,!তো যাই হোক যখন সে তাকে মারতে যায় তখন ঘটনাচক্রে জানতে পারে পুরো ব্যাপার এবং নিজের ভুল বুঝতে পারে এবং ঐ ইউটিউবারের সাথেই(যাকে সে মারতে গিয়েছিল)প্ল্যান করে সেই ভেজাল কারবারীর সন্তানকে মেরে তার সন্তানকে মারার বদলা নেয় এবং ঐ কারবারীকেও জেলে ঢোকায়।মোটামুটি Serise টা খারাপ লাগেনি তবে কিছু জায়গাই একটু ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়েছে তাই এই সিরিজটাকে আমি ১০/৮ দেব।
বিঃদ্রঃ-সিরিজ দেখতে চাইলে Klikk OTT তে পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *