Madaripur District Top Five Tour Place | Zila Travel Bangladesh | Porbot Bagan Mostafapur |

Madaripur District Top Five Tour Place | Zila Travel Bangladesh | Porbot Bagan Mostafapur |

#madaripur #tourmadaripur #districttourr #beautifulbangladesh

হ্যালো বন্ধুরা, আজ যাচ্ছি মাদারীপুর জেলাতে ।
আপনি যদি ঢাকা থেকে রওনা হন তবে দেশের সবচেয়ে সুন্দরতম রাস্তা এক্সপ্রেসওয়ে ঢাকা -পদ্মা সেতু ও ভাঙ্গা দেখার বা উপভোগ করার সুযোগ থাকছে
। ঢাকা থেকে মাদারীপুরে যেতে সময় লাগে দু ঘন্টারমত ।
কেরানীগঞ্জের কদমতলী ও সায়দাবাদ থেকে মাদারীপুরের গাড়ি পেয়ে যাবেন । চন্দ্রা ও সার্বিক মাদারীপুরের প্রধান দুটি কারি গাড়ি ।
খুবই ভালো
যাতায়াতের জন্য ভাড়া ৩০০ টাকার মত
মাদারীপুরে দেখার আছে অনেক কিছু
শকুনি লেক বা মাদারীপুর সদর লেক, চরমুগরিয় যেখানে বানরের মিলন মেলা, পর্বত বাগান , রাজা রাম মন্দির , হযরত শাহ মাদারের দরগা যার নাম অনুসারে মাদারীপুর জেলার নাম তো চলো ভিডিওটি দেখতে থাকি
আমরা মাদারীপুরের সদরে ঢুকে পড়ছি
লেকের পারে সার্কিট হাউসে থাকা আমার সুযোগ হয়েছে ।
এটা হল মাদারীপুরের মূল সদরের লেক
ভীষণ সুন্দর খোলামেলা বৃহৎ
লেকটি অনেক বড়
শুরুতে লেকে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম ।
রাতের মাদারীপুরের ছোট্ট শহরটি আপনি প্রদক্ষিণ করতে পারেন
আমরা রাতের মাদারীপুর শহর একটা রিক্সা নিয়ে ঘুরে আবার লেকের পাড়ে চলে আসলাম

লেকের দক্ষিণপাড়ের রয়েছে লবঙ্গ ফাস্টফুডের দোকান
ঢাকা শহর থেকে পরিবেশনায় একটু কম না
স্বাদেও দারুন
আমরা ধোচা ও চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম
এখান থেকে বেরিয়ে
লেকের ওয়াচ টাওয়ারে উঠে পড়লাম
এভাবেই আমাদের রাত চলে গেল
বন্ধুরা পরের দিন সকালবেলা শকুনি লেকে হাঁটতে বেরিয়ে পরলাম
এতে আমার শরীর চঞ্চল থাকবে সারাদিন

এবারের ডেস্টিনেশন চরমুগুরিয়া বানর দেখব বলে
অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম
আগে অনেক বানর দেখতে পাওয়া যেত এখন খাবার অভাবে অনেক বানর কমে গেছে
অনেকগুলো বানর দেখতে পেলাম
বন্ধুরা বলে রাখি আপনারা বানরের কাছাকাছি যাবেন না

Facebook Link : https://www.facebook.com/maturam
My Another Channel : https://www.youtube.com/@CharukolaBD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *