রোজাদারের ঈমানী পরীক্ষা নেওয়ার আপনি কে? | Bangla Funny Video | Hello Noyon

একজন মোসলমানের জন্য ‘রোজা’ একটি বড় নেয়ামত। রোজা রাখা মানেই শুধু না খেয়ে থাকা নয়। রোজার অর্থ ব্যাপক এবং বিশাল। দুনিয়াবি সকল প্রকার পা’প কাজ থেকে নিজেদেরকে বির*ত রাখার একটি আল্লাহ্ প্রদত্ত অন্যতম শ্রেষ্ঠ ফরজ কাজ হলো সিয়াম সাধনা বা রোজা রাখা। রোজা’র পুরষ্কার আল্লাহ্ তা’লা নিজ হাতে দেবেন বান্দাদের।
সুতরাং, আমরা সবাই (মুসলিম’রা) নিজে রোজা রাখবো এবং অন্যকেও রোজার ফজিলত সম্পর্কে জ্ঞাত করবো।
লক্ষ্য রাখতে হবে, কোনো রোজাদার ব্যক্তি যেন আমাদের দ্বারা ক*ষ্ট বা বি’র’ক্ত না হোন।
কোনো প্রকার অর্থের লো*ভ দেখিয়ে তাঁদের ঈমানী পরীক্ষা করা মোটেও সমাচীন নয়(আমি মনে করি)।
তাই, এসব কাজ থেকে আমরা বির*ত থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
ধন্যবাদ…🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *