Pagla Garod – Bramhaputra Bangladesh | পাগলা গারদ | Official Music Video

Pagla Garod – Bramhaputra Bangladesh | পাগলা গারদ | Official Music Video

Song- Pagla Garod
Band- Bramhaputra Bangladesh
Members – Saqi ,Riyad ,Apurba ,Reza

Keys – Sudipto Buti Banerjee

Lyrics and composition : Saqi

Video by -Trinath Majumdar

Mix and mastered -Debojit Sengupta

Recorded at Studio GaanBari (Dhanmondi)

Produced by Esha Yousuf and Bramhaputra Bangladesh

All the copyright reserved by Esha Yousuf and Bramhaputra Bangladesh

Special Thanks to Popup ..
And Special thanks to Make Ur day

Lyrics :

এখানে কখনো কখনো এসো না তুমি।
এখানে কথাদের প্রয়োজন নষ্ট হয়।
এখানে দায়হীন বেঁচে থাকে বিজ্ঞাপন,
রোজ রাতে এই আলোদের কষ্ট হয়।
এখানে এখানে এখানে
কষ্ট হয়।

আমি তো দেখে যাই চারকোনা জানলায়
চাঁদ পুড়ে যায় আকাশের অলিন্দে,
আমি তো রোজ হারি
নিজেতেই ধ্বংস হই,
আমি ধ্বংস হই
তোমায় জানাতে চেয়ে।

আমার পাগলা গারদ
নেবে প্রতিশোধ
আমায় যত ঠিক ভুল বোঝা নির্বোধ।

সবার সামনে কখনো কাঁদিনি আমি,
আমার কান্নার সংগে পায় খিদে,
আমি তো খেয়ে ফেলি সমস্ত বিশ্বকে,

আমার পাগলা গারদ
নেবে প্রতিশোধ
আমায় যত ঠিক ভুল বোঝা নির্বোধ।

এই পাতালের অন্ধকার আমার,
ঢেকে রাখে সব এক চোখের কাফের
মহাশূন্যের বিষাদের স্বাদে আজ,
সব ঘুমালেও পাগল জাগবে ফের।

তোমাকে কখনো কখনো বলিনি বোধহয়,
এ বুড়ো গারদের ইতিহাস দিলাম না।
আমি তো কোনদিন স্বাভাবিক ছিলাম না।
আমি তো কোন দিন স্বাভাবিক হলাম না।

#banglanewsong
#banglamusicvideo
#bandsongs
#bramhaputra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *