সমাজ সচেতনমূলক ইসলামিক নাটক || মাদকের শেষ পরিনতি || Drag Addiction || bangla natok 2021

সমাজ সচেতনমূলক ইসলামিক নাটক || মাদকের শেষ পরিনতি || Drag Addiction || bangla natok 2021

📌 মাদকাসক্তি আধুনিক সভ্যতার ভয়ংকরতম ব্যাধিগুলোর অন্যতম। ইসলামে মাদক সেবন নিষিদ্ধ।

কোরআন কারিমে মাদক নিষিদ্ধের বিষয়টি তিনটি ধাপে এসেছে। প্রথমে বলা হয়েছে, ‘লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, এতদোভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য অপকারও, কিন্তু এগুলোতে উপকারের চেয়ে ক্ষতিই বেশি’ (সুরা-২ বাকারা, আয়াত: ২১৯)।

দ্বিতীয় পর্যায়ে বলা হলো, ‘হে মুমিনগণ! মদ, জুয়া, পূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক শর ঘৃণ্য বস্তু, এগুলো শয়তানের কার্য। সুতরাং তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সফল হতে পারো’ (সুরা-৫ মায়েদা, আয়াত: ৯০)।

সর্বশেষে ঘোষণা করা হলো, ‘শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদিগকে আল্লাহর স্মরণে ও নামাজে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না?’ (সুরা-৫ মায়েদা, আয়াত: ৯১)।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন,

«كل شراب أسكر فهو حرام»

“যে কোনো ধরনের নেশাজাত পানীয় হারাম”।[1]

মাদকমুক্ত সমাজ গঠনে মানুষের অন্তরে মাদকের ক্ষতির অনুভূতি জাগ্রত করে রাসুল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«لا تشربوا الخمر؛ فإنها مفتاح كل شر»

‘তোমরা মাদক ও নেশা পান করো না; কেননা এটা সব অপকর্ম ও অশ্লীলতার মূল’।[4]

শুধু মদ্যপায়ী ও বিক্রেতা নয়, বরং মদ ও মাদকদ্রব্যের সঙ্গে সম্পর্কিত ১০ জনের প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত দিয়েছেন। তারা হচ্ছে,

«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الخَمْرِ عَشَرَةً: عَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَشَارِبَهَا، وَحَامِلَهَا، وَالمَحْمُولَةُ إِلَيْهِ، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَآكِلَ ثَمَنِهَا، وَالمُشْتَرِي لَهَا، وَالمُشْتَرَاةُ لَهُ»

“১. মদ্যপানকারী, ২. মাদক প্রস্ততকারক ৩. মাদক প্রস্তুতের উপদেষ্টা, ৪. মাদক বহনকারী, ৫. যার কাছে মাদক বহন করা হয় ৬. যে মাদক পান করায়, ৭. মাদক বিক্রেতা, ৮. মাদকের মূল্য গ্রহণকারী ৯. মাদক ক্রয়-বিক্রয়কারী, ১০. যার জন্য মাদক ক্রয় করা হয়”[6]।

এটি বর্তমান সময়ে যুব সমাজের জন্য একটি ভয়ানক পরিণতি ও অশনি সংকেত। তাই, বর্তমানে যদি একজন যুবক নষ্ট হয়ে যাওয়ার আগে তাকে সঠিক পথে রাখার জন্য কিংবা মাদক থেকে দূরে রাখার জন্য সময়মত সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করা হয়, তাহলে যুব সমাজের কাছে জাতির যে প্রত্যাশা তা সম্পূর্ণ ব্যর্থ হতে বাধ্য।
———-০———

🎥🎥🎥
Content Creator &
Directions : MD Anisur Rahman
Camera Man : MD Anisur Rahman
Editor : Arif & Anis
Voice :MD Anisur Rahman
Cast : Nayeem,Atik,Arif,Milon,
Jony,Ismail,Nazmul,
Sagor,Fahim,Seyam
Thumbnail Design :MD Anisur Rahman
Helping : Our all team members.

আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স,
“কোরআনের পথ” চ্যানেলে আপনাদেরকে স্বাগতম

প্রিয় বন্ধুরা,আশা করি আপনারা সকলে ভালো আছেন😍

মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি তিনি আমাদের এই চ্যানেলটি একবার হলেও দেখার সুযোগ করে দিয়েছেন।✔✔✔

আমাদের চ্যানেলের সাথে থাকতে এক্ষুণি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন💥
❤❤ধন্যবাদ❤❤

আমাদের অন্যান্য ভিডিওসমূহ🎞🎞🎞🎞🎞
𝙾𝚞𝚛 𝙾𝚝𝚑𝚎𝚛𝚜 𝚅𝚒𝚍𝚎o

👁‍🗨ধর্ম যার উৎসব তার:-https://youtu.be/bRgX2Y1a2Ts
👁‍🗨মাহফুজ আলমকে নিয়ে শর্টফিল্ম:-https://youtu.be/fGL9icQNo0Q
👁‍🗨মামুনুল হককে নিয়ে শর্টফিল্ম:-https://youtu.be/I26X-UKmTFw
👁‍🗨কাঁঠাল চোরঃ-https://youtu.be/5LbcZnnBZHc
👁‍🗨লোভের পরিনতিঃ-https://youtu.be/XbFAbBEB6a4
Others Chanel

📌Subscribe 👉ATIKUR RAHMANঃ-https://youtube.com/channel/UCJTGo_QS79Eg6shRCzM_D1g

Connect Us ✔

☑𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐏𝐚𝐠𝐞:-https://www.facebook.com/qurhanerpoth/
☑𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐆𝐫𝐨𝐮𝐩:-https://www.facebook.com/groups/815392609190503/?ref=share
☑𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦:-Instagram:-Https://www.instagram.com/qurhaner_poth

꧁——————꧂

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕤𝕠 𝕞𝕦𝕔𝕙 𝕗𝕠𝕣 𝕓𝕖𝕚𝕟𝕘 𝕨𝕚𝕥𝕙 𝕦𝕤

Keyword…………………………………………………..

#Drag
#ড্রাগ
#মাদক
#islamicvideo
#gagle
#newnatok
#newislamicsong2021
#newbanglanatok
#newislamicnatok2021
#qurhanerpothshortfilm

Like।। Comment।। Share।।Subscribe💓💓

💚Jajakallahu Khairan All Subscribers💚

[বিঃদ্রঃ-আমাদের এই শর্টফিল্মটি মূলত তৈরি করা হয়েছে ইসলাম প্রচারের উদ্দেশ্যে।কোন বিশেষ ধরণের জাতি বা অঞ্চলের মানুষের ধর্ম,বর্ণ বা ঐতিহ্যকে আঘাত করার জন্য ভিডিওটি তৈরি করা হয়নি।সুতরাং সবাই শিক্ষার উদ্দেশ্যে ভিডিওটি দেখবেন।ধন্যবাদ]💓

☠️বিঃদ্রঃ-ভুল ক্রুটি সংশোধনযোগ্য।☑☑☑

—————০————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *