Aurthohin | Phoenix 1 | Bangla Nu-Rock | Phoenixer Diary 1 | Official Audio | ফিনিক্স ১ |

#Aurthohin
Phoenix 1 (ফিনিক্স ১)

Lyric: Bassbaba Sumon
Tune: Bassbaba Sumon & Mark Don

Vocal: Bassbaba Sumon
Vocal: Mark Don
Guitar: Mark Don
Guitar: Mahaan Fahim
Guitar: Shishir Ahmed
Keyboard: Mark Don
Bass: Bassbaba Sumon
Bass: Mark Don
Tabla: Mark Don
Drums: Mark Don

Lyrics:
মা, দেখো আজ আমি যাচ্ছি হারিয়ে আধারে
পাশে কেউ নাই
মা, দেখো  আজ আমি আগুনে পুড়ছি একাকী ঘরে
যাচ্ছি হয়ে ছাই
মা, দেখো আজ তারা ফেলে গেছে আমায় আঁধারে
অতীত ভুলে গিয়ে
মা, দেখো আজ তারা আমায় ছাড়া পতাকা ওড়ায়
নতুন দিনের মিছিলে

শুধু ইচ্ছে হয় দেখাবো তাদের
ফিরে আসা আমার আবার
বলবো তাদের দেখো এখনো
চলছে হৃদপিণ্ডটা আমার

তলিয়ে যাইনি আমি কোন চোরাবালিতে
ভেসে যাইনি আমি কোন সুনামিতে
তলিয়ে যাইনি আমি কোন চোরাবালিতে
ভেসে যাইনি আমি কোন সুনামিতে

আমি সব্যসাচী
আমি একই সাথে দুহাতে কাব্য লিখি
আমি একা নই আমি অসংখ্য
আমি ফিনিক্স
আমি অতীত আগামীর মহাকাব্য

তলিয়ে যাইনি মোরা কোন চোরাবালিতে
ভেসে যাইনি মোরা কোন সুনামিতে
আমাদের শূন্যতায় যাদের মুখে ফুটেছিল হাসি
আমাদের প্রস্থানে নির্বাক ছিল যে সব কবি

তাদের জন্য উজাড় করে দেয়া
আমাদের এক মিনিটের নীরবতা
তাদের অভিনীত ভ্রাত্তিত্যের “আমি-তুমি”
দেখাই আমরা আজ মধ্যাঙ্গুলি

(Warning! Phoenix has risen!)

ভেঙ্গেছে আমার অবিনশ্বর ঘুম
সকল অস্পষ্ট সত্যের  চাদরে প্যাঁচানো মিথ্যেগুলোকে মধ্যাঙ্গুলি দেখিয়ে
যেকোনো গল্পের ইতি টানার ক্ষমতার বহিঃপ্রকাশের লোভে
কারন ইতিহাসের অংশ থেকে ধ্বংসের সব রাত এখন আমার পক্ষে

তলিয়ে যাইনি মোরা কোন চোরাবালিতে
ভেসে যাইনি মোরা কোন সুনামিতে
আমাদের শূন্যতায় যাদের মুখে ফুটেছিল হাসি
আমাদের প্রস্থানে নির্বাক ছিল যে সব কবি

মা, দেখো আজ আমি হাঁটছি আলোতে
কোন বাঁধা নাই
মা, দেখো  আজ আমি উড়ছি আকাশে
কোন বাঁধা নাই

Mixed and Mastered by A.K. Ratul at Funk Noodles Studio
Recorded at Studio Bass
Artwork by Refad Choyon
All rights reserved by Aurthohin

অদ্ভুতদের জয় হোক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *