| একটি বাংলাদেশ
| শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
তোমার স্বাধীনতা গৌরব সৌরভে
এনেছে আমার প্রানের সূর্যে রৌদ্রেরও সজীবতা
দিয়েছে সোনালী সুখী জীবনের দৃপ্ত অঙ্গীকার।
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
তোমার ছায়া ঢাকা রৌদ্রেরেরও প্রান্তরে
রেখেছি অতল অমর বর্নে মুক্তির স্নেহ মাখা
জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনার।
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
*************************************
| বাংলাঃবাংলা ভাষা একটি ইন্দো-আর্য ভাষা,যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান ভাষা।মাতৃভাষীর সংখ্যায় বাংলা মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা।বাংলা সার্বভৌম ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা তথা সরকারি ও জাতীয় ভাষা।বাংলাদেশের বাইরে ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সরকারি ভাষা।স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সকল নাগরিক বাঙালি হিসেবে পরিচিত এবং ভারতের পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের বাঙালিরা ভারতীয় বাঙালি হিসেবে পরিচিত।
বাঙালিই একমাত্র জাতি যারা নিজেদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে।
বাঙালিদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ভারতীয় বাঙালিদের জাতির পিতা মহাত্মা গান্ধী।
* আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
* মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা