#Golam – New Bangla Rap song | DDC Bangladesh | hip hop | 2018 – Target – 2021

Golam – New Bangla Rap song | DDC Bangladesh | hip hop | 2018

follow googe + : https://plus.google.com/u/0/107991763
Song – Golam

Artist : RDB Tanvir Shan, Raiyan Ahmed Babu
Vocal – RDB Tanvir Shan, Raiyan Ahmed Babu
Director : M.Star Mithon Khan
Tune & Music – RDB Tanvir Shan
mix master : Shiblu Mahmud
Cinematographer : M.Star Mithon Khan
Edit & Color : M.Star Mithon Khan
Lyrics : RDB Tanvir Shan

OUR PAGE LINK :
DDC BANGLADESH : https://www.facebook.com/ddcrapsong/?

fb link :
………….

RDB Tanvir Shan : https://www.facebook.com/rdbtanvirsha

Raiyan Ahmed Babu : https://www.facebook.com/osthir.babu1

Lyrics
………..

সিয়ান চিনি বিয়াইন রাইতে! মিলাদের আগেই মিষ্টি খাইতে ”
আমার চাচায় কইছে যাইতে ” বাজানের আগেই”কামাইতে!
পোলায় বড় হইছে মাত্র/ এইটা ডিডিসির ছাত্র। লা লাল লালা লাল লাল লা /
শুরুতে সালাম গুরুজজন! পারা পরশি দিয়া মন! গানটা শোনেন পুড়া তালে!
সয়তান উঠছে টিনের চালে! ইস্কা মারলো আমার গালে ‘’ (১)
কমলা এখনও বনবাসে রহিমরে পাইয়া রুব্বান হাসে।
সালেক কমদামি সাবান ঘষে,যৌবন শুন্যের উপর ভাসে।
বেদের মেয়ে জ্যোস্নার কাহিনী হাতে,এইটা খুইলা কমু রাইতে হা। …..
রাইতের গাড়িতে চইড়া সকালে আইলো নৈরা ফৈরা, গুলিস্তান মোড়ে বিছনা কইরা,
গোলাপ শাহ বাবার রশি পইড়া যানগা সকালের গাড়িতে চইড়া।
অল্প বয়সে কইরা বিয়া ,বৌরে ডাকে আমার প্রিয়া ,
রাইতে ঘুমাই শালী নিয়ে , দেখমু টিকেট কাইটা গিয়া ,
বাজান পিঁড়িতে খাইয়া টাক, একটু জোরসে বাজা ঢাক,
আমার গানে নাই সুর আছে রাগ অনুরাগ।
থাকলে অভাব সভাব নষ্ট, পিডিতে কাঙাল হইলে কষ্ট!
আকাশে চান মাটিতে পরে না! গরিবের সুখ কপালে সহে না!
গরিবের সুখ কপালে। ……
………………………………………………………
চিল্লাইয়া নাম কামাইসোস ফকিন্নির পুৎ মিয়াখা
গরম খাইলে মুখ পোড়াবি বাবুরেও দিয়া খা
রাইত বি রাইতে ডেন্ডি খাইয়া বেন্ডি বেচো সকালে,
শুকনা রেন্ডির আছাড় খাইলে পুইড়া যাইবা অকালে ,
জিন্দা লাশের বিন্দা বনে গান গাই আমি মনে মনে ,
পিছন থেকা কেডা টানে আখাউড়া গোরস্থানে,
ঢালাই দিয়া সোলেমানে নীল আকাশে তারা গোনে।
….
আমার চলা ফেরা আলাদা! ২”৪ টা মাইয়াও ঘোরে পিছে!
সেল্ফী তোলার জন্য দারাইয়া থাকে আমার বাসার নিচে!
তাউরা জাউরা ! গোলাম রক্ষা! করতে লাগে ইস্কার তাক্কা!
চান্দির উপরে দেখি ফাক্কা , লালে খোলে রেলের চাক্কা
বাদশা গোলামের খেলায় টেক্কা থাকলে দৌরাইয়া পলায়!
বিষ নামাইবো সাপুড়িয়া।, নাগিনীর ফেনা দেইখা পলায়।
বাংলা মালের বোতল থুইয়া বুইড়া কাকাও বাবা গালায়
সত্যিকারের বন্ধু বলে কেউ নাই, আজ সবাই চিনে স্বার্থ,
আবার বন্ধু ঋণে সোধ হয়না এদিকেও আমি বের্থ’
যা খারাপকে করেছি প্রতিবাদ! আজ বন্ধ আমার দুটি হাত!
দু চোখে থাকিতেও আমি অন্ধ” আমার কাছে নাই দিন,রাত
আমার কাগজ কলমের বার্তা, এইটা তগো লাইগা শুভ যাত্রা ,
বলতে পারে লোকে ফাত্রা , আমার কাজের নাই কোনো মাত্রা।
সত্যই কথা কইতে গেলে লোকে ভাবে এইডা যাত্রা
কাশেমের বাজারে লাগছে আগুন , দেশে বলদের সংখ্যা দ্বিগুন
অভিশাপ দিলেই আমি শকুন,
বাবা খাইলে আমি পালোয়ান না খাইলে মোকলেস ভাই
শুটকির দোকান টা পুইড়া ছাই, মাল ঢাল ওগো মগজে কিছু নাই।
জলে আগুন বুকে পিপাসা মনে।, জংলীর সরদার আছে এখন কোন বনে ,
বুঝলোনা কালা চানে ডি,ডি,সি, র আসল মানে,
রাজধানীর গুলিস্থানে উপ্তা হইয়া গাঞ্জা টানে –
আমার কথা সবই নগত একটা কোথাও কিন্তু বাকি না /
এমন mother f****r পাপী আমার পা টিপতেও রাখি না…….
পা টিপতেও রাখি না……………………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *