এবার শ্রীলংকাকে বাদ দিয়ে আসিয়ান দেশগুলোর দিকে ঝুঁকছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক অস্থিরতায় কলম্বো বন্দরের বিকল্প রুটে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করছে শিপিং লাইনগুলো। সাপ্লাই চেইন নির্বিঘ্ন রাখতে শিপিং লাইনগুলো কলম্বোর পরিবর্তে সিঙ্গাপুর, ভারত সহ অন্যান্য বন্দরে পণ্য খালাস শুরু করেছে।
এবার শ্রীলংকাকে বাদ দিয়ে মালাক্কা প্রণালীর দিকে ঝুঁকছে বাংলাদেশ !! Bangladesh Sri Lanka Trade |
এদিকে চট্টগ্রাম-কলম্বো রুটেও রপ্তানি পণ্যের বুকিং কমে গেছে ৪০ থেকে ৫০ শতাংশ। স্বাভাবিক সময়ের তুলনায় কম পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর ছাড়ছে জাহাজ। ভবিষ্যতে এই রুটে রপ্তানি পণ্য আরো কমে যাবে বলে ধারণা ফিডার ভ্যাসেল অপারেটরদের।
এবার শ্রীলংকাকে বাদ দিয়ে মালাক্কা প্রণালীর দিকে ঝুঁকছে বাংলাদেশ !! Bangladesh Sri Lanka Trade |