Air travel Saidpur to Dhaka by Bombardier Q400 , Biman Bangladesh Airlines। DASH-8 Q400

বিমান ভ্রমন আমাদের অনেকেরই স্বপ্ন।
কিন্ত অনেকেই সাধ থাক্লেও সাধ্য নেই এই কথাটি বলতে শোনা যায়। যদি একটু চোখ কান খোলা রাখা যায়, মাত্র ১৮০০ থেকে ২০০০ টাকার মদ্ধে রাজার হালে বিমান ভ্রমন সম্ভ্বব।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অত্যাধুনিক Bombardia Q400 বিমানে আমরা চড়েছি মাত্র ২০০০ টাকার টিকেটে।
মূলত রমজান মাসে বিমানের এই অফার গুলো পাওয়া যায়। কিভাবে বিমানে কম খরচে যাওয়া যায়, বিমানের অন্দরমহল,টেক অফ, খাবার দাবার, ল্যান্ডিং নিয়ে করা আমার এই ভিডিও,,,,
আশা করি সবার ভাল লাগবে।

যে কোন প্রশ্ন, সমালোচনা ইত্যাদি কমেন্ট বক্সে লিখুন।আমি যথা সাধ্য উত্তর দেবার চেস্টা করব।

#Bombardier Q400
#যারা বিমানে প্রথম সফর করবেন তাদের জন্য
#Airport Formalities
#আপনি যদি প্রথম বার বিদেশে যান বিমান বন্দরে ও বিমানের ভিতরে কি কি করবেন দেখুন!

আমি যেই ট্রাভেল এজেন্সি থেকে টিকেট কেটেছিলাম তাদের ফোন নাম্বার দিয়ে দিলাম।
অনেকেই এ নিয়ে প্রশ্ন করেছেন,তাই দিচ্ছি।
আগেই বলে নেই তাদের সাথে আমার ব্যক্তিগত বা ব্যবসায়িক কোন সম্পর্ক নেই। শুধু মাত্র আপনাদের সুভিদার কথা চিন্তা করেই দেওয়া।

+880 1719-254923
মোফাজ্জল সাহেব।
মারিয়া ট্রাভেলস।

( যদিও তাদের মূল অফিস দিনাজপুর, তবে ঢাকা থেকে টিকেট কাটতে তারা সাহায্য করতে পারার কথা।)
তবে সবচাইতে উত্তম এই সব এজেন্সি বা দালাল না ধরে সরা সরি নিজে বিমান বা বিভিন্ন এয়ারলাইন্সের ওয়েব সাইট থেকে টিকেট নিজ হাতে অনলাইনে কেনা।

সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *