ভারত- বাংলাদেশ পার্শ্ববর্তী দুটি দেশ। কাঁটাতার দিয়ে দুই দেশের সীমান্ত বেষ্টিত থাকলেও দুই দেশের সীমান্তবাহিনীর সমঝোতায় দুই পারের মানুষের সাক্ষাতের সুযোগ হয়। তেমনি একটি উপলক্ষ জামর কালির পূজা (পাথর কালি), বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুরের গোবিন্দপুর সীমান্ত ও ভারতের রায়গঞ্জ জেলার বিন্দল সীমান্তে প্রতি বছর জামর কালির পূজায় দুই দেশের মানুষ মিলিত হয়।
#India_Bangladesh_Border
#Simanter_milonmela