Kuakata (Bengali: কুয়াকাটা) is a town known for its panoramic sea beach.[1][2] It is located in south-eastern Bangladesh, and is the number two tourist destination in the country. Kuakata beach is a sandy expanse 18 kilometres (11 mi) long and 3 kilometres (1.9 mi) wide.[3] From the beach one can have an unobstructed view of both sunrise and sunset over the Bay of Bengal
.
কিভাবে যাবেনঃ
সদর ঘাট থেকে প্রতিদিন ৮-৯ টার মধ্যে বেশ কিছু লঞ্চ বরিশাল এর উদ্দেশ্যে ছেড়ে দেয়। সেই লঞ্চ এ করে প্রথমে বরিশাল লঞ্চ ঘাট যেতে হবে। তারপর একটা অটো নিয়ে রুপতলী বাস স্টেশন এ যেতে হবে। সেখান থেকে কুয়াকাটার উদ্দেশ্য বেশ কিছু লোকাল বাস ছেড়ে দেয়। যে কোণ একটায় উঠে পড়েন। সেই বাস ই আপনাকে নামিয়ে দিবে কুয়াকাটা জিরো পয়েন্ট বিচ এ।
.
কেমন খরচ হতে পারেঃ
খরচ আসলে ফিক্স কিছু না, রাফ আইডিয়া দেওয়া যায়, যেমন বরিশাল এর লঞ্ছে গেলে ২৫০ টাকা ডেক ভাড়া আবার ১০০০-৫০০০ টাকার কেবিন ও আছে। বরিশাল থেকে কুয়াকাটার বাস ভাড়া ২৫০ টাকা।হোটেল এর ভাড়া ৫০০ থেকে ১৫০০। আবার ফাইভ স্টার নামের হোটেলে গেলে নাকি ১০০০০ ও হতে পারে।
মোটর বাইক বা ভ্যানে লেবুর চর- ২০০-৪০০ টাকা।
মোটর বাইক এ করে গঙ্গামতীর চর ( সব গুলা স্প ট সহ)- ৫৩০ টাকা।
ট্রলার এ করে ফাত রার বনের উদ্দেশ্যে ক্রুজিং- ২৮০ টাকা পার পার্সন।
খাওয়া দাওয়া ১০০-১৫০ টাকা পার পার্সন পার বেলা।