#Saint_martin_island #saint_martin #bangladesh
#like the page –
https://www.facebook.com/traveltimevlog
#join the group – https://www.facebook.com/groups/2207748186119907/
#subscribe the channel –
www.youtube.com/TRavelTimevlog
Cottage – Siraj vai er cottage ( 01812996075 )
#বাংলাদেশের #ট্রাভেল #ডেস্টিনেশন গুলোর মধ্যে #সেন্টমার্টিন অত্যন্ত জনপ্রিয় গুলোর মধ্যে একটি । সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র #কোরাল #দ্বীপ । #বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে থাকা ৮ কিলোমিটারের এই দ্বীপটিতে প্রথম কবে #মানুষ পৌঁছেছিল তার নির্দিষ্ট কোন #ইতিহাস জানা যায় নাই । কিন্তু মধ্যযুগের ইতিহাস চিন্তা বলে সেই সময়ের #আরব্য #ব্যাবসায়ীরা #দক্ষিণ #পূর্ব #এশিয়ার চলাচলের সময় বিশ্রাম নিতে এই দ্বীপ ব্যবহার করতো । সেন্টমার্টিন দ্বীপকে এই নাম ছাড়াও আরও বিভিন্ন নামে ডাকা হয় । উদাহরণস্বরূপ #নারিকেল #জিঞ্জিরা । জিঞ্জিরা নামটি আরব বণিকেরা দিলেও এলাকার মানুষ বিশ্বাস করে এখানে এক সময় জীন পরীর অস্তিত্ব ছিল । তাই এর নাম জিঞ্জিরা । তবে বেশ পরে এসেছে নারিকেল শব্দটি । পুরো ৮ কি.মি. এর দ্বীপটি যেন নারিকেল গাছ দিয়ে সাজানো কোনো #বাগান । ফলে একে নারিকেল এর সাথে জিঞ্জিরা বললেও ভুল হবে না । #টেকনাফ উপজেলায় জেটিতে তে নামার পর অনেক লঞ্চ পাওয়া যাবে সেন্টমার্টিন পৌঁছানোর জন্য । লঞ্চভেদে খরচ পরবে ৫০০-৮৫০ টাকা । নাফ নদী পেরিয়ে এক পশে বাংলাদেশ আর অন্য প্রান্তে #মায়ানমারকে রেখে নীল জলের সাগরে নামতেই পানির মায়া কাছে টানতে ইচ্ছা করবে । যতটুক জানা যায় এই দ্বীপে ১৩ টি পরিবার ব্রিটিশদের উৎসাহে বসবাস শুরু করে । এরপর সেখান থেকে ১০০ টি পরিবার সৃষ্টি হয় । বলা হয় যে পুরো সেন্টমার্টিন দ্বীপটি এখন এই ১১৩ টি পরিবারের বংশবিস্তার । দ্বীপে নেমে কিংবা ঢাকা থেকেও থাকার জায়গা ঠিক করা যেতে পারে । স্থান ও সুবিধা ভেদে টাকার পরিমান কমতে ও বাড়তে পারে ।
মজাদার কিছু তথ্য :
———————–
কোরাল দীপ – বাদাম দীপ
ছেড়া দীপ – ছেড়া দীপ (গাছ গুলাকে বলে কেয়াজল )
মধ্যম দীপ – মাঝর দীপ
সেন্টমার্টিন – জিঞ্জিরার দীপ ( কারণ, এলাকার মানুষ মনে করে এখানে একসময় জীন পরীর অস্তিত্ব ছিল)
সমস্যা :
———
১. ডাক্তার
২. হাসপাতাল
৩. ওদের টিন দিয়ে বাড়ি করতে দেয় না
৪. কিন্তু বাইরের লোকেরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলে সরকার কিছুই বলে না |
খরচ :
——-
প্রায় ৩ দিন, ২ রাত ঘুরে আসতে জন প্রতি খরচ হবে ৪০০০ – ৪৫০০ টাকা । তবে, স্থান, কাল, সময়, বছরের কোন সময় যাবেন , কটেজ এর ভিন্নতার ফলে খরচ এ পরিবর্তন আসতে পারে ।
* প্রশ্ন করা হল ওরা এটা ছেড়ে যেতে চায় কিনা?
উত্তরে – ” আমরা এখানে বেশ সুখেই আছি। এটা আমাদের পূর্ব পুরুষের ভিটা । ছোট বেলা থেকে এই পানির সাথে আমাদের জীবন, তাই আমরা অন্য কোথাও যেতে চাই না। ”
St. Martin’s is one of the most popular among travel destinations in Bangladesh. St. Martin’s only coral island in Bangladesh. There is no definite history of the first time people reached this island on the island of the Bay of Bengal, which was awakening to the Bay of Bengal. But considering the history of medieval times, the erstwhile businessmen used the island to rest during South East Asia’s transit. St. Martin’s Island is also known by many other names besides this name. For example coconut ginger Although the names of the jinnis are given by the Arab merchants, the people of the area believe that there was a time when gene pari came into being. So its name is Zinzira. But the word coconut comes after quite a while. Whole 8km Its island is a garden decorated with coconut trees. As a result, it would not be a mistake to say coconut with it. After launching the jetty in Teknaf upazila, many launches will be available to reach St. Martin. The cost of launch will be 500-850 taka. Beyond the Naf River, Bangladesh will be willing to drag the waters of the blue waters to Myanmar on the other side and drag it to the Maya. As far as it is known, 13 families on this island started living in the enthusiasm of the British. Then there were 100 families from there. It is said that the entire St. Martin Island is now the descendant of these 113 families. The place to fall on the island or to stay from Dhaka can be fixed. The amount of money and property can be reduced and can increase.
Coral Deep – Nut Dip
Crooked lip-deep lamps (trees called kajal)
Middle Deep – Middle Dip
St. Martin’s – Dinghy of Jinjar (because, people in the area think that there was once a genes of genes)
A family lived in St. Martin at one time. She has 13 sons from her. They are 13 to 100 children. And now it is said that the whole of St. Martin’s family is spreading the family of 113 families.
Problem:
1. Doctor
2. Hospital
3. They do not let them live with tin
4. But the government does not say anything when the people of the country are investing millions of TAKAs
They’re asked whether they want to leave it?
They said, “We are here to be happy, our lives with this water from a short age, so we do not want to go anywhere.”