Janoyar (জানোয়ার) full movie Bangla 2021

#জানোয়ার #janowar

‘পোড়ামন-টু’ ও ‘দহন’ ছবির নির্মাতা রায়হান রাফি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘জানোয়ার’। আজ দেশীয় ওটিটি প্লাটফর্ম সিনেমাটিকে আসছে ছবিটি।

নির্মাতা জানিয়েছেন, ‘করোনাকালে খুন ও গণধর্ষণের একটি মর্মান্তিক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে “জানোয়ার” সিনেমাটি। আমাদের চারপাশে এমন ঘটনা অহরহ ঘটছে। মানুষকে সচেতন করার লক্ষ্যে এটি নির্মাণ করেছি। নতুন করে এমন ঘটনা যাতে না ঘটে সেই প্রত্যাশা করছি।’

ওয়েব ফিল্মটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাশেদ মামুন অপু, তাসকিন রহমান, ফরহাদ লিমন, মুনমুন আহমেদ, আরএ রাহুল, জামশেদ শামীম, জাহাঙ্গীর আলম, শিশুশিল্পী আরিয়া অরিত্রসহ অনেকে।

রায়হান রাফির কথায় জানা গেল, ‘জানোয়ার’ ওয়েব ফিল্মটি ৯০ মিনিটের। ইন্টারন্যাশনাল ফিল্মগুলোর ব্যাপ্তি মেনেই অনলাইন প্লাটফর্মের জন্য এটি নির্মাণ করেছেন তিনি। তাই নির্মাতা এটাকে ওটিটি ফিল্মই বলছেন। নির্মাতার ভাষ্যে, একটি সিনেমায় যা যা থাকে এখানেও তা-ই আছে।

৯০ মিনিটের চলচ্চিত্রটি নির্মিত হয়েছে লাইভ টেকনোলজির টার্ন কমিউনিকেশনের ব্যানারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *