বাণিজ্য মেলা ২০২৪ ঢাকা পূর্বাচল #travel #bangladesh #nature

বাণিজ্য মেলা ২০২৪ টিকিট মূল্য জন প্রতি ৫০ টাকা করে।

গত ২১ জানুয়ারী ঢাকার উপকণ্ঠে পূর্বাচল নিউ টাউনে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মেলার ২০২৪ শুরু হয়েছে। টেক্সটাইল, মেশিনারিজ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, পাট ও পাটজাত দ্রব্য, গৃহস্থালির পণ্য, চামড়া, জুতাসহ চামড়াজাত পণ্য, খেলাধুলার সামগ্রী, স্যানিটারি সামগ্রী, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, ভেষজ সামগ্রী, টয়লেট্রিস, ইমিটেশন জুয়েলারি,মেলামাইন পলিমার, প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, হস্তশিল্প, গৃহসজ্জা, ফাস্ট ফুড, আসবাব ইত্যাদি পণ্য প্রদর্শিত এবং বিক্রি হচ্ছে।
তুরস্ক, ভারত, পাকিস্তান,অস্ট্রেলিয়া , সিঙ্গাপুর, হংকং এবং ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান গুলো এ বছর তাদের পণ্য প্রদর্শন এবং বিক্রি করবে। এবারের বাণিজ্য মেলায় বিদেশি কোম্পানির ১৬ থেকে ১৮টি প্যাভিলিয়নসহ ৩৫১টি স্টল রয়েছে।এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতিদিন শুরু হচ্ছে সকাল দশটা থেকে রাত ৯ টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনগুলোতে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলার স্টল গুলো খোলা থাকবে।
বাসে করে যেভাবে ঢাকা বাণিজ্য মেলা আসবেন।

বাসে করে ঢাকা বাণিজ্য মেলা আসতে হলে আপনাকে শুরুতে দুই জায়গায় আসতে হবে। কারো জন্য ঢাকা কুড়িল বিশ্বরোড আসতে হবে অথবা কারো জন্য ভুলতা গাউছিয়া আসতে হবে।

আপনার জন্য যেটা সুবিধা হয় আপনি সেটা আসবেন, অর্থাৎ আপনি যদি বাংলাদেশের উত্তর বা দক্ষিণ অঞ্চলে থাকেন তাহলে আপনি ঢাকা উত্তরা এয়ারপোর্ট এর রাস্তা দিয়ে কুড়িল বিশ্বরোড আসবেন, যারা জানেন না তাদের সুবিধার্থে আমি বলে দেই ঢাকা উত্তরের রাস্তাতেই কিন্তু কুড়িল বিশ্বরোড অবস্থিত, অর্থাৎ এয়ারপোর্টে ঠিক কাছাকাছি কুড়িল বিশ্বরোড অবস্থিত।

সেই কুড়িল বিশ্বরোড থেকে আপনাদেরকে সোজা চলে আসতে হবে পূর্বাচল এবং পূর্বাচল আসার জন্য কুড়িল বিশ্বরোডেই আপনারা বিআরটিসি বাস পাবেন।

সেখান থেকে মাত্র 30 থেকে 40 টাকা বাস ভাড়া নিবে আপনার গাড়িতে ওঠার সাথে সাথেই দুর্দান্ত গতিতে চলে আসতে পারবেন পূর্বাচল ৩০০ ফিট বাণিজ্য মেলায়। 

তবুও যদি কারো কোন রকম সন্দেহ থাকে তাহলে আমি বলব আপনারা কষ্ট করে গুগল ম্যাপে সার্চ করুন, সেখান থেকে দেখে নিতে পারবেন কুড়িল বিশ্বরোড হয়ে কিভাবে আপনারা পূর্বাচল ৩০০ ফিট আসবেন।

এখন চলুন আমরা কথা বলব কিভাবে,

ভুলতা গাউছিয়া থেকে আপনারা বাণিজ্য মেলা আসবেন?

শুরুতে আপনাদের আসতে হবে ভুলতা গাউছিয়া, গাউছি আসার পরে সেখানে দেখবেন সিএনজি অথবা বিভিন্ন রকমের অটো রিক্সা আছে, অটো রিক্সায় উঠলে যদিও আপনার টাইম অনেক বেশি লাগবে তাই আমি আপনাদেরকে বলবো টাকা ১০০ টাকা খরচ হলেও আপনার সিএনজিতে চলে আসুন, সিএনজিতে মাত্র ১০০ টাকা করে গাড়ি ভাড়া দিবেন।

অথবা আপনারা বিআরটিসি বাসে করে মাত্র ২৫ থেকে ৩০ টাকা বাস ভাড়া দিয়ে চলে আসতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।

অন্য উপায়ে যেভাবে বাণিজ্য মেলা আসবেন?

বাণিজ্য মেলা আসার জন্য সবচাইতে সুন্দর উপায় হচ্ছে বাইক অথবা প্রাইভেটকার। কারণ আপনার কাছে যদি ব্যক্তিগত কোন যানবাহন না থাকে তাহলে বাণিজ্য মেলা থেকে ফেরত যাওয়ার সময় আপনাকে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এবং বাস পেলেও সেখানে সিট না পাবার চান্স অনেক বেশি।

অর্থাৎ আপনাকে দাঁড়িয়ে যেতে হবে অথবা এমনও হতে পারে আপনি বাসে উঠতেই পারলেন না সে ক্ষেত্রে আপনার যাতায়াতে অনেক বেশি সমস্যা হবে।

তাই আপনি আপনার কাঙ্খিত স্থানে সঠিক সময় পৌঁছাতে পারবেন না।

তাই আমিও আপনাদেরকে বলবো যদি বাণিজ্য মেলা আসতে চান তাহলে একটি প্রাইভেটকার ভাড়া করে পুরো ফ্যামিলি চলে আসবেন সারাদিনের জন্য অথবা কারো যদি কোন রকম মোটরসাইকেল থাকে সেই মোটরসাইকেলে করে চলে আসবেন বাণিজ্য মেলায়।

My Gears ➤
✔️ Camera- iPhone 12 Pro Max, Pixel 4
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For Business Inquiries Contact me
nowshinarasara@gmail.com
—————————————————–
Follow Anything on Social media
Facebook: https://www.facebook.com/sajalrituvlog
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=jk2no3410maf&utm_content=phsrrkn

#vlog #beautiful #bestmoments #nature #bestmoments #sunset #view #trevlling #naturephotography #history #historical #place #visting #travel #travelvlogs #munshigonj
#chor kishoreganj #restaurant

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *