পদ্মা নদীর পাড় ঘেষা ফরিদপুর জেলাতে রয়েছে অসংখ্য চর এলাকা। পদ্মা নদী এই জেলার মূল ভূখন্ডকে অনেকগুলো ভাগে বিভক্ত করে রেখেছে। আর এসব এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যা বলার মতো না। গ্রামীণ প্রকৃতির পুরোটার স্বাদ যদি কেউ নিতে চায় তাহলে তার জন্য এসব জায়গা সেরা। শহরের মানুষের থেকে আলাদা ধরনের বাড়ি ঘর আলাদা ধরনের জীবন ব্যাবস্থা এবং সম্পুর্ণ আলাদা ধরনের যোগাযোগ ব্যাবস্থা। নদীর পাড়ের তিনটি গাছের সাথে হ্যামক ঝুলিয়ে তাইতো আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম প্রকৃতির এই নির্মম সৌন্দর্যের একটু স্বাদ নিতে। এক পাশে পদ্মা নদী আরেক দিকে সবুজ মাঠ, সব মিলিয়ে অসাধারন একটা মূহুর্ত কেটেছে। সেটাই তুলে ধরেছি আপনাদের সবার সাথে।
Background Music:
Dreams Of River Ganga – Hanu Dixit
Erev Shel Shoshanim – E’s Jammy Jams
Raag Pahadi – Sandeep Das, Mayank Raina, Bivakar Chaudhuri
সাইকেল এবং রাইড বিষয়ক আরও নানা ধরনের ভিডিও দেখতে আমাদের প্লে লিস্ট থেকে
ঘুরে আসতে পারেন।
Link: https://www.youtube.com/channel/UCSj00x6wIW88QWm30Lr_Mtw
এছাড়াও অনুসরন করতে পারেন ফেসবুক ইন্সটাগ্রাম এবং টুইটারে-
Facebook Profile: https://www.facebook.com/bayazidhossain215
Facebook Page: https://www.facebook.com/rideandramble
Instagram Profile: https://www.instagram.com/bayazidhossain215/
Twitter: https://twitter.com/bayazid215