রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, চিরসবুজ এই বন যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। বনের আয়তন ৩,৩২৫.৬১ একর, আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। এটি পৃথিবীর মাত্র কয়েকটি জলাবনের মধ্যে অন্যতম একটি। এই বনকে বাংলাদেশ সরকারের বনবিভাগের অধীনে সংরক্ষণ করা হয়েছে।
এখানে সবচেয়ে বেশি জন্মায় করচ গাছ (বৈজ্ঞানিক নাম- Millettia pinnata)। বর্ষাকালে এই বন ২০–৩০ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর, পানির উচ্চতা ১০ ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে চার মাস। সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীকুল।
***** আমাদের এই ভ্রমণে নৌকা খরচ লেগেছে ৭০০ টাকা । আপনারা বাংলাদেশ সরকারের বন অধিদপ্তরের ঘাট টিতে গেলে সরকারের নির্ধারিত খরচে আপনারা যেতে পারবেন । *****
জলমগ্ন বলে এই বনে সাঁপের আবাস বেশি, আছে জোঁকও, শুকনো মৌসুমে বেজিও দেখা যায়। এছাড়া রয়েছে বানর, গুঁইসাপ, পাখির মধ্যে আছে সাদা বক, কানা বক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিল এবং বাজপাখি। শীতকালে রাতারগুলে আসে বালিহাঁসসহ প্রচুর পরিযায়ী পাখি, আসে বিশালাকায় শকুনও। মাছের মধ্যে আছে টেংরা, খলিশা, রিটা, পাবদা, মায়া, আইড়, কালবাউশ, রুইসহ বিভিন্ন জাত।
———————————————————————————————————-
Ratargul Swamp Forest is a freshwater swamp forest located in Gowain River, Fatehpur Union, Gowainghat, Sylhet, Bangladesh. It is the only swamp forest located in Bangladesh and one of the few freshwater swamp forest in the world. The forest is naturally conserved under the Department of Forestry, Govt. of Bangladesh.
Its area is 3, 325.61 acre including 504 acre declared as the animal sanctuary in 2015. It is known as the Amazon of Bangla and Sundarbans of Sylhet. The forest’s name comes from the word, “Rata” or “Pati” tree, used by the locals of Sylhet.
The evergreen forest is situated by the river Goain and linked with the channel Chengir Khal. Most of the trees growing here are the Millettia pinnata (Koroch tree). The forest is submerged under 20–30 feet water in the rainy season. For the rest of the year, the water level is about 10 feet deep.
Snake and worm snake can widely be seen in this water-drowned forest. Mongoose can be seen in dry season. Monkey and Water Monitor also resides in the forest. Heron, Egret, Kingfisher, Parrot, Bulbul, Swan, Dove, Water fowl, Eagle and Kite Bird are some of the birds of the swamp forest. Cotton Pygmy Goose and other Migratory birds and Vulture visit the forest in winter. Name of some local fishes available in the forest are Batasio, Rita, Pabda, Rohu etc.
#Ratargul_Swamp_Forest
#Sylhet_Tour_Guide
#রাতারগুল_জলাবন_সিলেট