ভারত🇮🇳 থেকে এসে বাংলাদেশ🇧🇩 দেখে পাগল হয়ে গেলাম👌🏻😍|| Pirojpur Mathbaria 🤯|| Bangladesh Travel Vlog

Bangladesh Travel Vlog. Pirojpur Mathbaria Bangladesh Barisal. মঠবাড়িয়ার যে গ্রামটিতে আমি ঘুরতে গেছিলাম সেই গ্রামটির নাম বেতমোড় (শীতলপুর), মঠবাড়িয়া থেকে বড়মাছুয়া যাওয়ার রাস্তায় মাঝামাঝি কালিরহাট। খুব উন্নত না হলেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামটি। বাংলাদেশের অন্যান্য জায়গার মতো এই গ্রামটি ও মূলত কৃষি কাজের উপর নির্ভরশীল। এই গ্রামটির পাশেই রয়েছে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ নদী বলেশ্বর। আমরা সেই বলেশ্বর নদীর জলেই অনেক মজা করেছিলাম মাছ ধরতে গিয়ে। তবে ভয়ানক ব্যাপার ছিল কচুর লতি তুলতে গিয়ে, সেখানে সাপের দেখা না পেলেও জোকের দেখা পেয়েছিলাম আমরা 😅 বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিশেষ করে পিরোজপুর এলাকার সুপারি গাছের জঙ্গল গুলো দেখার মত। ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে এত মজা আগে কখনো করিনি, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিজেকে হারিয়ে ফেলেছিলাম আমি। আর সেই প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরলাম আপনাদের মাঝে।

🔰আপনারা আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন:👉🏻 https://www.facebook.com/amitmajumder01

🔰বাংলাদেশ ভ্রমণের ভিডিও:👉🏻 https://youtube.com/playlist?list=PLaVJ3jPlEQ_3221v4ftmMtMxlJagiDS8O

🔰আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলে প্রথম তারা সাবস্ক্রাইব করে আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহ করবেন ❤️

🔆🔅 Thanks for watching my video 😊💕

#বড়মাছুয়া #মঠবাড়িয়া #বেতমোড় #পিরোজপুর #বলেশ্বর_নদী #Pirojpur #কালিরহাট #BangladeshTravelVlog #PirojpurMathbariaBangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *