Rehana Maryam Noor Full Movie Review/Cannes Flim Festival 2021/Movie Explained in Bengali/Full movie/বাংলাদেশি সিনেমার নতুন ইতিহাস
#Moviereview
#fullmovie
#Moviereviewinbangla
#entertainmentkonna
#cannefestival2021
#বাঁধন
#রেহানামরিয়মনূর
#RehanaMaryamNoor
রেহানা যেন পাশের বাড়ির এক মেয়ে৷ ঢাকার মধ্যবিত্ত সমাজেরই চেনা একজন৷ কিন্তু এই সাধারণের মাঝেই অসাধারণ ক্ষমতা আছে- সাদের সেলুলয়েডে এই বার্তা পেলেন কানের দর্শকেরা৷একজন মানুষকে জীবনে অনেক সিদ্ধান্ত নিতে হয়৷ কোনো কোনো সিদ্ধান্ত নেয়া সত্যিই কঠিন৷ কোনো সিদ্ধান্তের জন্য যদি তাকে কঠিন মূল্য দিতে হয় এবং তা জেনেও কেউ তার অবস্থানে অবিচল থাকলে তাকে দৃঢ় চরিত্রের বলতেই হয়৷ তেমনই এক চরিত্র রেহানা মরিয়ম নূর৷
আব্দুল্লাহ মোহাম্মদ সাদের লেখা ও পরিচালিত ছবিটি এবার কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েছে৷যার নামে ছবিটি, সেই রেহানা মরিয়ম নূর সিঙ্গেল মাদার৷ ৬ বছর বয়সী এক ফুটফুটে কন্যার মা৷ মেয়েকে একা বড় করা, বাবা, মা ও ভাইয়ের দেখাশোনা, খরচ জোগাড়- সবই করতে হয় তাকে৷ এমন মানুষকে দৃঢ়তো হতেই হয়৷ কিন্তু রেহানা কতটা অবিচল তা বোঝা যায় যখন তিনি তার স্বামীর দেয়া ঘড়ি সবসময় পরে থাকেন৷ মেডিক্যালে কলেজের এই শিক্ষকের জেদ প্রমাণ করতে গিয়ে পরিচালক দেখান, যে তিনি ছাত্রীর নকল ধরার জন্য গিয়ে বসে থাকেন তার পাশে৷ সফলও হন৷কান চলচ্চিত্র উৎসবে টিম ‘রেহানা মরিয়ম নূর’ গল্পের প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে এসব দেখান পরিচালক৷ আসল বিপত্তি আসে যখন একজন ছাত্রী আরেক শিক্ষকের কাছে যৌন নিপীড়িত হবার সময় ঘটনাটির একটি অংশ দেখে ফেলেন রেহানা৷ এরপর প্রতিকার চাইতে বারবার বললেও সেই ছাত্রী রাজি হচ্ছিলেন না৷ এরপর রেহানা নিজেই নিজেকে বানান ভিক্টিম৷ মূলত এই ঘটনাকে আবর্তিত করেই ছবিটি৷ অন্যায়ের প্রতিকার চাওয়া আর নিজের জেদ, দুই মিলে রেহানাকে দাঁড় করায় এক ভীষণ কঠিন পরিস্থিতিতে৷এক কথায় যদি বলি ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি আমাকে চরিত্রগুলোর কাছে টেনেছে৷ কাউকে সমাজের খুব দূরের মনে হয়নি৷ আরোপিত মনে হয়নি৷বলা উচিত, মূল চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করেছেন আজমেরী হক বাঁধন৷ তিনি একটু কুঁজো হয়ে রেহানাকে বাঁধনের থেকে আলাদা করেছেন৷ কাট কাট কথা বলা, প্রতিবাদী চোখ ও মুখের অভিব্যক্তি এসবে ভাল নম্বর পাবেন তিনি. অন্য যারা অভিনয় করেছেন তাদের মধ্যে আলাদা করে বললে বাঁধনের মেয়ের ভূমিকায় অভিনয় করা আফিয়া জাহিন জাইমার কথা আলাদাভাবে বলতে হবে৷ মা ও মেয়ের টোনাটুনির সম্পর্ক দর্শকদের আনন্দ দেবে৷ কিন্তু শিশুর প্রতি মাঝে মাঝে বেশিই নির্দয় মনে হতে পারে রেহানাকে৷ আবার তার বুক ভাঙা ভালবাসাও বোঝা যায় ভালমতই ৷বাকি অভিনেতা অভিনেত্রীরাও ভালো করেছেন৷ তবে খুব বেশি ‘স্পেশাল’ কিছু মনে হয়নি৷এছাড়া প্রায় পৌণে দুই ঘন্টার ছবিটিতে প্রায় সবকিছু খুব সিনক্রোনাইজড মনে হয়েছে৷ অর্থাৎ অতিরিক্ত কোনো চরিত্র নেই, অতিরিক্ত কোনো বিষয় নেই৷ বাংলাদেশের শিক্ষিত সমাজেও নারীদের ও পুরুষদের ভূমিকা নিয়ে যে স্টেরিওটাইপিং কতটা, তা তুলে ধরতে গিয়ে হসপিটালে দুইজন চরিত্রকে নিয়ে আসা হয়েছে, যেটা না আনলেও খুব একটা ক্ষতি হতো না৷ মনে হয়েছে শুধু ওই কথাগুলো বলার জন্যই তাদের আনা হয়েছে৷ সবচেয়ে আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে চরিত্রগুলোর ব্লকিং-এর কথা৷ প্রতিটি চরিত্র ফ্রেম-এর কোথায় দাঁড়াবে, সেখানে ঠিক কী করবে, দু’একটা জায়গা ছাড়া বাকি সবকিছুই একেবারে পারফেক্ট মনে হয়েছে৷ সাদ-এর ছবির একটা বৈশিষ্ট্য হলো ‘Abrupt Cut’ বা হুট করে কেটে অন্য শটে চলে যাওয়া৷ এটা কখনো কখনো ঝামেলা মনে হতে পারে৷ ছবিটা যখন শুরু হয়, তখন প্রথমেই যেটা মনে হলো ক্যামেরাটা কি একটু বেশি নড়ানো হলো? ক্যামেরার কাজ সার্বিকভাবে ভালো লেগেছে৷ কোনো স্ট্যাটিক শট নেই৷ হাতে ধরে শুট করা হয়েছে৷ ছোট ফ্রেমেও ডেপথ অফ ফিল্ড নিয়ে কাজ করা হয়েছে৷ সাদ-এর আরেকটা বৈশিষ্ট্য মনে হলো ফিল্মের কালার টোন৷ লাইভ ফ্রম ঢাকা-তে মোনোটোনে কাজ করেছেন তিনি৷ এখানে ব্যবহার করেছেন একটা ব্লুইশ টোন৷ পুরো ফিল্মটি শুট হয়েছে ইনডোরে৷ এছাড়া গল্পটি বলা হয়েছে চরিত্রগুলোর কাছ থেকে৷ বড় সেট তেমন একটা দেখা যায়নি৷ শুধু একটা হলরুমে পরীক্ষা হচ্ছে, এটিই ছিল সবচেয়ে বড় সেট৷ এম্বিয়েন্স ও ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক কাজ করা হয়েছে৷ অনেক সাউন্ডের ভিজ্যুয়াল কোনো রেফারেন্স ছিল না৷
সব মিলিয়ে ছবিটি কেমন হয়েছে তা বলবেন কানের জুরিরা৷ তবে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের সময় কানের ডেবুসি হলের দর্শকরা নীরবে দেখেছেন এবং ছবি শেষে দাঁড়িয়ে মুহুর্মুহ হাততালি দিয়েছেন৷ তাই এই ছবি নিয়ে আরো আশাবাদী হতেই পারেন সাদ গং৷
rmnofficialtrailer,rehana maryam noor,rehana maryam noor official trailer,rehana maryam noor trailer,rehana maryam noor movie,rehana maryam noor movie scene,rehana maryam noor movie clip,rehana maryam noor exclusive scene,rehana maryam noor first exclusive clip,rehana maryam noor first exclusive scene,cannes2021,cannes 2021,Rehana Maryam Noor Official Trailer,Rehana Maryam Noor trailer,Rehana maryam noor,rehana maryam noor,noor official trailer,rehana maryam noor at cannes,rehana maryam noor official movie trailer,rehana maryam noor makes history,bangladeshi film ‘rehana maryam noor’,rehana maryam noor official teaser,maryam noor,rehana maryam noor news,rehana maryam noor trailer reaction,rehana maryam noor trailer review,official trailer,rehana maryam noor a film by abdullah mohammad saad,rehana maryam noor azmeri haque badhon,Azmeri Haque,tuhin Tamijul,rehana maryam noor full movie,rehana maryam noor movie,rehana maryam noor cinema,rehana maryam noor full cinema,rehana maryam noor full film,rehana maryam noor film,Festival de Cannes,rehana maryam noor movie link,rehana maryam noor film link, #RMNofficialtrailer #Cannes2021 #রেহানা_মরিয়ম_নূর