Pangthumai Sylhet | Panthumai water fall | Meghalaya | Travel Bangladesh । পান্থুমাই ঝর্ণা | সিলেট

Pangthumai Sylhet | Panthumai water fall | Meghalaya | Travel Bangladesh । পান্থুমাই ঝর্ণা | সিলেট

pangthumai waterfall situated in Bangladesh – India border of Meghalaya state. Bangladeshi people call it Panthumai and in india it known as borhill falls. pangthumai waterfall is located in , Gowainghat , Sylhet.

The village pangthumai is a bordering village. The pangthumai waterfall belongs to India and the piyain river belongs to Bangladesh. You can see the hill of Meghalaya with thick green vegetation pangthumai waterfall is very near from Bisnakandi Gowainghat , Sylhet . The area is surrounded by hills covered with thick green vegetation. During monsoon is the best time for visiting Panthumai waterfall.Panthumai is one of the top tourist attractions in Sylhet, Bangladesh. A boat ride on the river Piyain will take to explore Panthumai in Sylhet, Bangladesh.

How to go pangthumai waterfall , Sylhet:
বাসে সিলেটঃ ঢাকা থেকে সিলেট বাস ভাড়া ৪৭০ টাকা (নন এসি) বাস আপনাকে সিলেটের কদমতলী,হুমায়ন চত্বর অথবা আম্বরখানা বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে সেখানেই সিনজি রিজার্ভ করে ফেলবেন । যদি সিনজি না পান তবে আম্বরখানা বাস স্ট্যান্ড হতে বিমান বন্দর সড়ক এর দিকে ১ টা সিনজি স্ট্যান্ড আছে সেখানে চলে যাবেন আশাকরি সিনজি পেয়ে যাবেন।

রেলপথে সিলেটঃ ট্রেনে গেলে রাত ৯-৫০ উপবন এক্সপ্রেসে জাওয়াটাই সবচেয়ে ভালো কারণ ঘুমটা ট্রেনেই সেরে নিতে পারবেন। উপবন এক্সপ্রেস ভোর ৫-৩০ মি. আপনাকে সিলেট নামিয়ে দিবে। প্রথম শ্রেণির সিটে ৪২৫ টাকা আর শোভন চেয়ারে লাগবে ৩২০ টাকা

সিনজি ভাড়াঃ সারা দিনের জন্য সিনজি রিজার্ভ ২০০০-২২০০ টাঁকার মধ্য পেয়ে যাবেন
Boat Fee at pangthumai waterfall , Sylhet: বিছানাকান্দি এবং পান্থুমাই , লক্ষণছড়া ঝর্ণায় যাওয়ার জন্য প্রথমে আপনাকে সিনজি যোগে যেতে হবে পীরের বাজার গোয়ানি ঘাঁট অথবা হাদারপাড় বাজার । তবে হাদারপাড় বাজার থেকে বোটে উঠার চেষ্টা করবেন কারণ হাদারপাড় বাজার হতে বিছানাকান্দি কাছে। শুধু বিছানাকান্দি যেতে বোট ভাড়া ১০০০ – ১২০০ টাকা । পান্থুমাই, লক্ষণ ছড়া, এবং বিছানাকান্দির জন্য সারাদিন ইঞ্জিন চালিত নৌকা ভাড়া পড়বে ২২০০-২৫০০ টাকা । নৌকার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01727567502 ( আব্দুল রশিদ)

Where to eat:
হাদার পাড় বাজারে গনি মিয়াঁর খিচুড়ি খুব বিখ্যাত। যদি খাবার সময় পান তবে যাওয়ার সময় খেতে পারেন অথবা পার্সেল করে নিয়ে যেতে পারেন ।

Where to stay :
লালা বাজার এলাকায় কম ভাড়ায় অনেক হোটেল পাবেন। হোটেল অনুরাগ সিঙ্গেল রুম ৪০০ টাকা ২ জন থাকা যাবে ১ রুমে । ৩ বেডের রুম ৫০০ টাকা ৪ জন থাকা যাবে । এ ছাড়া দরগা রোডে অনেক হোটেল রয়েছে যেখানে রুম ভাড়া ৫০০ থেকে শুরু
হোটেল অনুরাগ: ৭১৫৭১৭, ৭১৪৪৮৯
হোটেল আল-আরব:০৮২১-৭২৪০৫৯

#panthumai_falls_lokkhon_chora
#bisnakandi_বিছানাকান্দি
#পান্থুমাই

Copyright @ Travel Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *