নীলাচল – Nilachal || Travel to Bandarban || Beautiful Bangladesh Series

Nilachol Tourist Complex is one of the oldies but goldies. Usually it gets rush as easy accessible for people of all ages and motor passable. In the peak it’s all about sylvan mountains wave till horizon and floating clouds. That’s an out of the world feelings.

নীলাচল পর্যটন কমপ্লেক্সের অবস্থান বান্দরবান শহরে প্রবেশের ৪ কিলোমিটার আগে, প্রধান সড়কের ডান পার্শ্বে একটু ভেতরে।

আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় পাশে অনেক নিঁচুতে পাহাড়িদের ঘর চোখে পড়বে। নীলাচলের চূড়া ভূমি সমতল থেকে প্রায় ১৬০০ ফুট উচ্চতায়। ঠাণ্ডা বাতাসের পরশে মনটা প্রশান্তিতে ভরে উঠে যখন তখন।

ভরা বর্ষায় নীলাচল যুবতী হয়। বর্ষায় নীলাচল ক্ষণে ক্ষণে রং বদলায়। কখনও মাথায় উপরে মেঘের নৃত্য কখনও বা রোদ-ছায়ায় সূর্যের লুকোচুরি। ঝুপ করে আকাশ ভেঙে নেমে আসা ঝমাঝম বৃষ্টি দেখে মন চলে যায় অন্য পৃথিবীতে।

নীলাচলের পূর্বের পাহাড়গুলো অনেক উঁচু। বর্ষায় সেদিকে মেঘের আনাগোনা বেশি থাকে। পশ্চিমের ছোট পাহাড়গুলো সহজে নজর কাড়ে এবং বিকেলের সোনা রোদে চকচক করে। পাহাড়ের চূড়া দেখা গেলেও নিচটা দেখা যায়না। সবুজ গাছের ভিড়ে কেমন যেন অন্ধকার, কোথাও আবার ফাঁকা।

এছাড়া বর্ষায় দেখা মিলবে রংধনুর! অর্ধবৃত্তাকারে তা পূর্ব থেকে দক্ষিণে চলে যায়, পাহাড়ের আড়ালে। তখন মনে হবে দেশে নয় দার্জিলিং-এ রয়েছেন। তাহলে কেন নিজের এমন স্বর্গ না দেখে বিদেশ যাওয়ার কথা ভাবেন?

পাহাড়ে জোৎস্না রাত না দেখলে বুঝতেই পারবেন না জোৎস্না কতটা রহস্যময়। চুপিচুপি জোছনা রাত নেমে এলে দেখবেন জোৎস্না এসে পড়ে রবে নীলাচলের আচলে। তাই বর্ষায় নীলাচলে যাওয়ার সময় পূর্ণিমার দিনক্ষণও দেখে নিতে পারেন।

কিভাবে যাবেন নীলাচল-

ঢাকা থেকে যে কেউ ট্রেনে বা বাসে সরাসরি চট্টগ্রাম তারপর চট্টগ্রাম থেকে সরাসরি বান্দরবান যেতে পারেন। নন এসি বসে ঢাকা থেকে সরাসরি বান্দরবানও যাওয়া যায়।

চট্টগ্রাম থেকে নীলাচল-

বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে পূরবী এবং পূর্বানী নামক দুটি সরাসরি নন এসি বাস আছে। এগুলো ৩০ মিনিট পর পর বান্দরবানের উদ্দ্যেশে ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি ১১০ টাকা।

বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৫ কি. মি. দূরে নীলাচল। বান্দরবান শহরের বাস স্টেশন থেকে জীপ ভাড়া নিয়ে যেতে হবে অথবা টেক্সি ভাড়া নিয়েও নীলাচল যেতে পারেন ।

-~-~~-~~~-~~-~-
Freshly brewed: “Beautiful Bangladesh || Places 2018 || ঘুরে দেখি বাংলাদেশ || সালতামামি ২০১৭ || Oneplus 3t film ”
https://www.youtube.com/watch?v=ZUebrH3ZqH0
-~-~~-~~~-~~-~-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *