জাদু পান! || Bangla Comedy😝 Natok Jadu Paan ! || হাসির নাটক ।

জাদু পান! || Bangla Comedy😝 Natok Jadu Paan ! || হাসির নাটক ।
মৌসুমী ও রিতা রাস্তায় যেতে যেতে একটি পানের বরজ দেখতে পেল! তারা পান গাছ কখনো দেখেনি , তাই পান গাছ দেখতে পানের বরজে তারা প্রবেশ করল! পানের গাছ দেখতে দেখতে একটি পান তুলে, মৌসুমী চিবিয়ে খেতেই, সে চোখ বুজে ফেলল ! সে এক অদ্ভুত মজার জগতে চলে গেল! সরিষা ফুলের খেতে গিয়ে সে আনন্দে আত্মহারা হয়ে গেল! তার চারপাশে অনেক প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে! পাখি উড়ে বেড়াচ্ছে! অদ্ভুত এক স্বপ্নের জগতে সে প্রবেশ করলো! এদিকে মৌসুমীর সামনে রিতা অবাক হয়ে দাঁড়িয়ে দেখল, মৌসুমী দাঁড়িয়ে চোখ বুজে ঘুমিয়ে গেছে! সে বারবার ডাকতে থাকলো! সেই সময় পান বরজের মালিক এসে হাজির! সেদিন তাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার এই পানের বরজে তারা কি করছে! রিতা বলল এখানকার I’ve খেয়ে সে ঘুমিয়ে গেছে! সে অবাক হয়ে বলল, তাই হয় নাকি? বলে সেও একটি পান তুলে খেয়ে ফেলল। পান চিবিয়ে খেতেই, সেও চলে গেল এক স্বপ্নময় জগতে! ও বাংলা ফানের এবারের নিবেদন_ পান খাওয়া নিয়ে এক- মজাদার ফানি ভিডিও বা হাসির নাটক জাদু পান!

#bangla_comedy_natok
#funny_video
#village_comedy
#হাসির_নাটক
#paan
@OhBanglaFun

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *