হিসাব গান | Hisab Song | Limon | Official Bangla Music Video 2024 | Bangla Rap Song 2024 | Ami Limon
হিসাব……….
বুজ্জা শুইনা চইলো রে ভাই চওরা বাজারে,
মাসে লাখ টাকা কামাইলেও অভাব থাকব সংসারে ||
যার কপাল পুইরা যায়, অভাব ধরেই তাহারে
মাওলায় টাকা দিলেও, প্রকৃত সুখ, দেয় না সবারে || 2
সংসারে, সংসারে, অভাব থাকে যে সংসারে
হিসাব না থাকিলে ঘরে দুঃখ ঘাড়ে চাইপা ধরে ||
করবো নাকি করবো বিয়া, থাকে চিন্তায় পইড়া,
পরের ঘরের মাইয়া আইনা, খাওয়াইবো কি কইরা ||
বিয়া শাদি করায় দিলে, থাকে এক মাস রঙ্গে,
সুখের ঘরে অভাব ঢুকলে, সংসার জায়গা চাঙ্গে ||
পরের কাছে ধর্না ধরে, ১৫ হাজার বেতন,
তিন হাজার যায় বাসা ভাড়া, হয় না মনের মতন ||
বিলের ভয়ে বাত্তি বন্ধ, নেট বিল জায়গা ৫০০,
দোকান বাকি কইরা চলে, টাকা নাইগা ক্যাশো ||
দেশো…..
বুজ্জা শুইনা চইলো রে বউ চওরা বাজারে,
মাসে লাখ টাকা কামাইলেও অভাব থাকব সংসারে ||
যার কপাল পুইরা যায়, অভাব ধরেই তাহারে
মাওলায় টাকা দিলেও, প্রকৃত সুখ, দেয় না সবারে ||
দোকান বাকি চাইয়া বসে, গলায় দিয়া পাড়া,
আরো আছে স্কুল বেতন, মাথায় অনেক প্যারা ||
খারা…..
হাজার নোটে বাজার হয় না, বাজারের ব্যাগ ফাঁকা,
পরিস্থিতি না বুঝাই তুমি, হুদাই মারো বোকা ||
যত টাকায় কামাই মাসে, থাকবো না ক্যাশ ঘরে,
কারো ঘরে খাবার নষ্ট, কেউ না…. খাইয়া… মরে ||
ঘরে….
বুজ্জা শুইনা চইলো রে ভাই চওরা বাজারে,
মাসে লাখ টাকা কামাইলেও অভাব থাকব সংসারে ||
যার কপাল পুইরা যায়, অভাব ধরেই তাহারে
মাওলায় টাকা দিলেও, প্রকৃত সুখ, দেয় না সবারে ||
মাওলায় টাকা দিলেও, প্রকৃত সুখ, দেয় না বারে ||
বুজ্জা শুইনা চইলো রে ভাই রঙ্গের বাজারে,