Best Bus Journey। মাত্র ৪০ টাকায় Dhaka Airport – Elevated Express Way।Bus travel Dhaka Bangladesh

Best Bus Journey । মাত্র ৪০ টাকায় Dhaka Airport – Elevated Express Way। Bus travel in Bangladesh

বাংলাদেশের পতাকার টি শার্ট ১৭+১০=২৭ ভাগ ছাড়ে কিনতে আমার কুপন Salman10 ব্যবহার করতে পারেন।
লিংক নিচে দেওয়া হল:
https://in2travels.com/shop/bangladesh-originals/

আমার ফেসবুক প্রোফাইল লিনকঃ
https://www.facebook.com/salmankowser

★★★★★
Contact with me for collaboration
samarukasalman10@gmail.com

মাত্র ৪০ টাকায় কি পুরো ঢাকা শহরের তিন ভাগের এক ভাগ রাজার হালে দেখা সম্ভব? আমরা বলব একটু বুদ্ধি খাটালেই সম্ভব এলিভেটেড এক্সপ্রেসওয়ে(Dhaka elevated Expressway)  আর বিআরটিসি বাসের মাধ্যমে সম্ভব। 
৫০ টাকা কেজি আলুর যুগে আমজনতার বিআরটিসি বাসে  উত্তরা বা  হযরত  শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা  থেকে ফার্মগেট খেজুর বাগান এলাকা ১৫ মিনিটে আমরা পাড়ি দেব।

উন্নত বিশ্বের সিটি টুরের আদলে  হয়তো সর্বনিম্ন খরচে দেখব ঢাকাকে।ঢাকার এ রূপ হার মানাবে পৃথিবীর বিভিন্ন দেশকে। প্রমাণ করে দিব কিছু লক্কর ঝক্কর দোতলা BRTC বাস কেন গনমানুষের কাছে সেরা বাস ।
প্রায় ৯০০০ কোটি টাকার আকাশ ছোয়া পথ এলিভেটেড এক্সপ্রেস ওয়ে (Dhaka elevated Express way)   ছুটে পাল্লা দিব ট্রেনের সাথে। রাজার হালে হব ১৫ মিনিটের ভিআইপি।  
হাজার বা লাখ টাকায় দেশ বিদেশ ঘুরেও  যে মজা অনেকে পায় না, মাত্র ৪০ টাকা খরচে তার চেয়ে বেশি  আনন্দ  আবার অনেকের ক্ষেত্রে পাবার ঘটনা আপনাদের দেখাবো,
ত চলুন দেখে আসি মাত্র ৪০ টাকায় দেশ সেরা এক ভ্রমণ অভিজ্ঞতা।
বাংলাদেশের মানুষ পর্যটন বলতে মূলত ঢাকা থেকে কক্সবাজার,  সিলেট, সেন্ট মার্টিন, সাজেক, সুন্দরবন এমন জায়গা গুলোকেই অনেকে বুঝেন। সিটি ট্যুরিজম বা বাস কেন্দ্রিক শহর ভ্রমণ আমাদের দেশে সেই অর্থের প্রচলিত না। অনেকের মতেই এ ধরনের বাস ভ্রমণ best bus journey. কিন্তু বাসের মাধ্যমেও যে সিটি ট্যুরিজমের স্বাদ বা Best Bus journey এখন ঢাকা শহরে  উপভোগ করা সম্ভব, তা অনেকেই জানেন না। যদিও এই বাসের মূল উদ্দেশ্য পর্যটন নয়, কিন্তু একটু ভিন্নভাবে চিন্তা করলে এর মাঝেও পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। 
আর দেশে মূলত পর্যটন সংক্রান্ত বাস বলতে আমরা ঢাকা টু চট্টগ্রাম , ঢাকা টু কক্সবাজার, ঢাকা টু সিলেট, বা ঢাকা টু বরিশাল কুয়াকাটা অঞ্চলের বিভিন্ন লাক্সারি বাস গুলোকেই বুঝি।
দেশের বিভিন্ন নামকরা বাস অপারেটর কোম্পানি হানিফ,  শ্যামলী,  নাবিল, গ্রিন লাইন, সেন্ট মার্টিন Hyundai  এর মত নামি কোম্পানিগুলো পর্যটন সংক্রান্ত লম্বা রুটে বাস সার্ভিস মানুষকে দিয়ে থাকে।
এদিক দিয়ে একটু ভালো করে  দেখলে দেখা যায়, রাষ্ট্রায়াত্ত কোম্পানি  বিআরটিসির যেমন সিটি সার্ভিস রয়েছে তেমনি দেশব্যাপী ও তাদের একটা শক্তিশালী সড়ক যোগাযোগ  কানেকশন রয়েছে। তবে এ সার্ভিস নিয়ে অভিযোগের শেষ না থাকলেও কিছু কিছু ক্ষেত্রে তারা অগ্রাধিকার পায় বলে অনেক জায়গায় তারা চাইলেই সেরা সার্ভিস দিতে পারে। তবে হ্যাঁ এটা মূলত অল্প টাকার মাঝে সার্ভিস। তাই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে বা স্টুডেন্টদের কাছে বিআরটিসি বাস অনেক ক্ষেত্রেই সেরা। 
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তে ভ্রমণ সংক্রান্ত পুরো ঘটনা আমরা ভিডিওতে দেখিয়েছি। একজন মানুষ সহজেই কিভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন বা নিজের প্রয়োজনে বা কর্মক্ষেত্রে উত্তরা বিমানবন্দর টু ফার্মগেট সংসদ ভবন এলাকা  অথবা ফার্মগেট সংসদ ভবন টু উত্তরা বিমানবন্দর এলাকায় বা উত্তরায় আসতে পারবেন তার পূর্ণাঙ্গ তথ্য এখানে দেওয়া রয়েছে।  
Bus journey has a very important role in promoting tourism. People love the bus not only for traveling but also for their daily work. This video showed the best ever bus journey at the lowest cost. We travel around Dhaka airport area to Farmgate. Dhaka elevated Expressway opened a new era for fast traveling and also for city tourism. People around the world will get an advantage from this elevated Expressway. Hazrat Shahjalal International Airport area is very important for the development of Bangladesh. The airport’s new third terminal will get direct advantage of this elevated Expressway. Biman Bangladesh, novoair, US Bangla and other foreign and domestic airline companies can increase their business due to the construction of this elevated Expressway. Tourism will get a new boom and new jobs will be created. Once domestic air travel in Bangladesh was mainly Dhaka to Cox’s Bazar. Due to this elevated Expressway, our domestic air travel will get new passengers.  Now the air travel route has expanded massively in many destinations like Dhaka to Chittagong, Dhaka to Sylhet, Dhaka to Rangpur, Dhaka to Saidpur, and many more. In recent years the development and renovation of Hazrat Shahjalal International Airport Dhaka and Cox’s Bazar airport and its new runway will open the door of tourism in a new way. Air travel at low cost and time efficiency will get more popularity among the common people of Bangladesh due to the development of many mega projects. 

#Made_in_Bangladesh
#Dr_Salman
#বিমান
#Biman
#Expressway

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *