আম পেড়ে খেতে গিয়ে বাধলো গন্ডগোল! || Bangla Comedy Natok Am Pere Khete Giye Badhlo Gondogol.

আম পেড়ে খেতে গিয়ে বাধলো গন্ডগোল! || Bangla Comedy Natok Am Pere Khete Giye Badhlo Gondogol.
রিতা মৌসুমিকে ডেকে বলল চল বাগানে গিয়ে, গাছ থেকে আম পেড়ে খেয়ে আসি! মৌসুমী বলল ঠিক আছে। মৌসুমী আম দিয়ে খাওয়ার জন্য নুন লঙ্কা শিলনোড়াই বেটে নিয়ে, আম বাগানে এসে উপস্থিত হল। অনেক কষ্টে মৌসুমী গাছ থেকে একটি ফজলি আম পাড়লো। সেটা রিতা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করল! কিন্তু মৌসুমী তাকে ধরে ফেলল! তারপর সেই একটি ফজলি আম, গাছে ফাটিয়ে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে খেতে থাকলো। সেই সময় তারা দেখল পাশের বাগানের একটি গাছ নড়ছে এবং গাছের নিচে একজন দাঁড়িয়ে আছে! কি ব্যাপার দেখতে গিয়ে তারা দেখলো, একজন উপর থেকে আম পেড়ে পেড়ে নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটির হাতে দিচ্ছে! তারা জানতে পারলো, এই আমগুলি কাঁচা মিষ্টি আম! মৌসুমী তাদের সঙ্গে আম চাইলে তারা বলল যে, তাদের আম দেবে না! সেই সময় সামিউল নামে একটি ছেলে এসে তাদের কাছে আম চাইলে তাকেও আম দিল না ! যদিও অবশেষে মৌসুমীদের দুটি আম দিল। সেই সময় হঠাৎ পিছন থেকে আম বাগানের মালিক লাঠি হাতে এসে হাজির হলো তাদের সামনে! সে বলল এই তোমরা আম পাড়ছো কেন? তখন সামিউল তাকে বলে দিল যে, এরা আম পাড়েনি! যে আম পাড়ছে, সে আম গাছের উপরেই বসে আছে, আম পাড়ছে! সেই লোক রেগে গিয়ে তাকে লাঠি দিয়ে মারতে গেল! সে সঙ্গে সঙ্গে গাছ থেকে লাফ মেরে দৌড় দিল! পিছন পিছন বাগানের মালিক লাঠি হাতে তাকে মারতে ছুটলো! সেই সময় মৌসুমী ও রিতা ওই ছেলেগুলির পাড়া আম নিয়ে দিল ছুট! Oh Bangla Fun 😊 এর এবারের নিবেদন মজাদার বাংলা ফানি ভিডিও বা হাসির নাটক_ আম পেড়ে খেতে গিয়ে বাধলো গন্ডগোল!
#bangla_comedy_natok
#bangla_funny_video
#village_comedy
#হাসির_নাটক
@OhBanglaFun

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *