মাত্র ৪ জন মিলে নিজেরাই মাত্র ৪১০০ টাকা থেকে শুরু করে সবচে লাক্সারিয়াস ভাবে মাত্র ৭৫০০ টাকায় প্রিমিয়াম ভাবে কিভাবে সাজেকে ঘুরা যায় তার খরচ সহ বিস্তারিত হাতে কলমে এই ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি, যা ফলো করে যে কেউ নিজেরাই সাজেকে ঘুরে আসতে পারবেন।
সাজেকের সেরা ৫ রিসোর্ট এবং এই ভিডিওর ২য় পর্বঃ
★সাজেক দেখতে অনেক বড় গ্রুপ লাগে,,,,
★সাজেক ঘুরতে অনেক খরচ,,,,
★সাজেকে নিজেরা নিজেরা যাওয়া যায় না,,,,
এমন অনেক গুজব বা অসত্য তথ্য কে মিথ্যা প্রমাণ করে, সহজে সাজেকে ঘুরার প্রতিটা স্টেপ আমরা এই ভিডিওতে দেখিয়েছি,,,
অথচ এমন ট্যুর জন প্রতি বিভিন্ন ফেসবুক গ্রুপ বা ট্যুর অপারেটর ৬৯৯৯ টাকা থেকে ১৫০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন।তাই অর্থনৈতিক কারনে বা নানান সংশয়ে অনেকেই সাজেকে যেতে সাহস করতেন না।
বাংলাদেশের মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে ঘুরে আসছেন, অথচ নিজের দেশে এত সুন্দর পাহাড় মেঘ বৃষ্টির খেলা দেখা যায়, তা অনেকেই জানেন না। হালাকা পাতলা সাজেক নিয়ে অনেকে শুনলেও, এত সৌন্দর্য সাজেকে রয়েছে এই কথাটা অনেকেই বিশ্বাস করতে পারতেন না,,,,,,
সঠিকভাবে সাজেকের ব্র্যান্ডিং সবার সামনে না হবার কারণে সাজেকের সৌন্দর্য থেকে অনেকেই বঞ্চিত।দেশে এত সুন্দর একটি ঘুরার জায়গা আছে, অনেকেই জানেন না। তাই এ ব্যর্থতার আমার, এ ব্যর্থতা আমাদের।
বছরের সঠিক সময়ে সঠিক প্ল্যান করে কেউ যদি সাজেকে আসতে পারেন, নিঃসন্দেহে তিনি বিমোহিত হবেন, প্রতিবছর সময় পেলেই ছুটে যাবেন মেঘ-বৃষ্টির অপরূপ খেলা দেখতে সাজেক ভ্যালিতে। আজকের ভিডিওতে আমরা সাজেক ভ্যালির বিভিন্ন রূপ আপনাদের সামনে একেবারে বিস্তারিতভাবে উপস্থাপন করেছি।
বিভিন্ন ট্যুর অপারেটর সাজেকে ৬৯৯৯ টাকা থেকে ১৫০০০ টাকায় তিন রাত দুই দিনের যে প্যাকেজ মানুষকে দেয়, ঠিক তারই অনুকরণে সমস্ত খরচ হিসাব আমরা ভিডিওতে দেখিয়েছি।
সবচেয়ে লাক্সারিয়াস ভাবে বিজনেস ক্লাস এসি বাসে আমরা সাজেক গিয়েছে, সাজেকের সবচেয়ে চাহিদাসম্পন্ন ভালো রিসোর্ট মেঘপুঞ্জিতে থেকেছি,সাজেকে সমস্ত মজার খাবার দাবার এক্সপ্লোর করেছি,এবং আরামদায়ক ভাবে সম্পন্ন সাজেকে ঘুরেছি,,,আমাদের মত এমন লাক্সারিয়াস একটা ট্যুর কিভাবে ৭৫০০ টাকার মধ্যে কমপ্লিট করতে হবে তার উপায়ও আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি।
বাকি বিষয়গুলো বিস্তারিতভাবে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন।
ভিডিওতে দেখানো খরচের একটা সংক্ষিপ্ত হিসাব তারপরও আমি ভিডিওর ডেসক্রিপশন এ দিয়ে রাখছি,,আশা করি সবার কাজে লাগবে। ধন্যবাদ।
★★ প্রিমিয়াম ক্যাটাগরি, মোট সম্ভাব্য খরচ ৭৫০০ টাকা।★★
১/ বাস ( বিজনেস ক্লাস এসি বাস) ১৬০০×২= ৩২০০ টাকা।
২/প্রিমিয়াম রিসোর্ট ( মেঘপুঞ্জি/মেঘ মাচাং /মেঘপিয়ন বা সমমান) ৪৫০০÷২ = ২২৫০ টাকা।
৩/ খাবারের প্যাকেজ তিন বেলা (সাজেক চিলেকোঠা বা সমমান) = ৫০০ টাকা।৪/মাহেন্দ্র /বাজাজ ম্যাক্সিমা ভাড়া ৫৭০০÷৪=১৪২৫ টাকা।
৫/খাগড়াছড়ি শহরের নাস্তা এবং অন্যান্য খরচ ১২৫ টাকা।
————————————————————————
অর্থাৎ সর্বমোট মোট খরচ = ৭৫০০ টাকা।
★★ গুড ক্যাটাগরি, মোট সম্ভাব্য খরচ ৫০০০ টাকা।★★
১/ বাস ( নন এসি বাস) ৭৫০×২= ১৫০০ টাকা।
২/ প্রিমিয়াম কাপল রিসোর্ট ( মেঘ পুঞ্জি /মেঘ মাচাং /মেঘপিয়ন বা সমমান) ৫৫০০÷৪ = ১৩৭৫ টাকা।
৩/ খাবারের প্যাকেজ তিন বেলা (সাজেক চিলেকোঠা বা সমমান) = ৫০০ টাকা।৪/মাহেন্দ্র /বাজাজ ম্যাক্সিমা ভাড়া ৫৭০০÷৪=১৪২৫ টাকা।
৫/খাগড়াছড়ি শহরের নাস্তা এবং অন্যান্য খরচ ২০০ টাকা।
————————————————————————
অর্থাৎ সর্বমোট মোট খরচ = ৫০০০ টাকা।
★★ বাজেট ক্যাটাগরি, মোট সম্ভাব্য খরচ ৪১০০ টাকা।★★
১/ বাস ( নন এসি বাস) ৭৫০×২= ১৫০০ টাকা।
২/ বেসিক রিসোর্ট ২০০০÷৪ = ৫০০ টাকা।
৩/ খাবারের প্যাকেজ তিন বেলা (সাজেক চিলেকোঠা বা সমমান) = ৫০০ টাকা।৪/মাহেন্দ্র /বাজাজ ম্যাক্সিমা ভাড়া ৫৭০০÷৪=১৪২৫ টাকা।
৫/খাগড়াছড়ি শহরের নাস্তা এবং অন্যান্য খরচ ১৭৫ টাকা।
————————————————————————
অর্থাৎ সর্বমোট মোট খরচ = ৪১০০ টাকা।
আমার ফেসবুক প্রোফাইল লিনকঃ
https://www.facebook.com/salmankowser
★★★★★
For Business inquiries contact with me
samarukasalman10@gmail.com
2:16সাজেকের বাসের ভাড়া কত? কোথায় কাউন্টার?
5:45সাজেকে যাবার গাড়ি ভাড়া ও বিস্তারিত
7:01ওয়াশরুম ও নাস্তার ভাল উপায়
11:31সাজেকের সবচে সুন্দর রিসোর্ট
18:01সাজেকের তারাভরা রাত আর মেঘের সকাল
23:14সাজেকের খাবার দাবার
29:41৭০০ টাকার খাবার ৫০০ টাকায় খাবার উপায়
37:44সাজেকে ঘুরার খরচের মোট হিসাব
Sajek is one of the most beautiful place in Bangladesh. Every year many people visit Sajek (সাজেক) for having recreation and vacation.
In this video we would like to explore Sajek in different angle. The street food market and local food store in Sajek is very rich and having various kinds of food . Before coming to Sajek we made a plan for explore it and taste different food.
We were very lucky. We found most beautiful view of Sajek.
After watching the dance of rain and clouds
I was very pleased to see this beauty. It’s green, It’s blue it’s colour everything is gorgeous.
We also explore different resort in sajek like Meghpunji, Meghmachang, Kinnor cottage to know details about them.
I think this video will help people to choose the best tour plan before going to Sajek
I tried to detail almost everything . This video is a tour guide for Dhaka to Sajek.
Thanks.
#Sajek
#Made_in_bangladesh
#সেন্টমার্টিন
#Dr_Salman