Razaul Pranto – Itihash ( ইতিহাস ) Official Music Video | Bangla Bayan | History

Razaul Pranto – Itihash ( ইতিহাস ) Official Rap Song | Bangla Bayan | History

Don’t forget to make short videos using #ItihashByRazaulPranto on your favorite part of the song.

Copyright by @RazaulPranto2023

☑Any kind of business inquiry & Concert, Live show feel free contact with me➡Mail ℹd
razaulpranto71@gmail.com
contact no: +8801921-786658

🔹Instagram – razaulpranto
🆔Facebook – Razaul Islam Pranto
🔹FB page – Razaul Pranto

Razaul Pranto Official Page: https://www.facebook.com/RazaulPranto

specially thanks to Fakira

Connected with BD Nahid https://www.facebook.com/sunjamul.islamnahid?mibextid=ZbWKwL

Anykind of Phothoshoot contact with ashikur Rahman: +880 1879-620386
FB Page: https://www.facebook.com/pixlabofficial

Song: Itihash ( ইতিহাস )
Artist/Lyrics/Tune: Razaul Pranto
Music/Mix-Mastering: Razaul Pranto
Album: Bangla Bayan (BB)

Lyrics:
VERSE:
জীবন্ত এক লাশ দেখ পরে আছে শুধু আঁশ
কেন বাংলাদেশেই লেগে থাকে শুধু ইতিহাস ইতিহাস
সরকারি সব দোড়গোড়াতে মামা খালুর বাস
তাই দেশের এই দুর্দিন লেগে থাকেই সর্বনাশ
আমি নই যোদ্ধা তবু বলি যুদ্ধের কথা
বইয়ের পাতা পড়ে পড়ে আমার মনের কথা লেখা
আজ কত বছরযে চলে গেল সেই যুদ্ধের ইতিহাস
তবুও বইয়ের পাতা ঘাটি আমি ইতিহাস ইতিহাস

পান খাইতে চুন লাগে, রান্না করতে নুন লাগে
গান শুনতে কান লাগে, আর জাদু করলে ভান লাগে
ম্যাচ জিততে রান লাগে, উচিৎ কথায় ঝাল লাগে
দেশের কথা কইতে গেলে কলিজাতে টান লাগে
হাসির কথা বাসি আর কফ জমলে কাশি
দূর্নীতি আর চাঁদাবাজি আমগো হেনেই বেশি
দেশপ্রেমিক আজ কোথায় গেলো সবাই ছদ্মবেশী
আরে তোমরা ঠিকই বাইচা আছো আমরা কেমনে বাচি
হে…

Chorus:
চাচা পানি নাই গ্যাস নাই টাকা আছে শান্তি নাই
ঘরে গেলে বিদ্যুত আবার জমিদারদের বস্তি চাই
সোনার দামে সবজি খাই চোর মুক্ত দেশ চাই
গণতন্ত্রের দেশে আবার উচিৎ কইলে মুক্তি নাই
পানি নাই গ্যাস নাই টাকা আছে শান্তি নাই
ঘরে গেলে বিদ্যুত আবার জমিদারদের বস্তি চাই
সোনার দামে সবজি খাই চোর মুক্ত দেশ চাই
গণতন্ত্রের দেশে আবার উচিৎ কইলে মুক্তি নাই

VERSE:
এই….টিপ টিপ করিস কেনো, বাড়ছে তেলের দাম,
চালের বস্তা কিনতে গেলে সবাই বলে থাম।
মাছের বাজার আকাশ চুম্বি,মাংস এখন সোনা,
সংসার চালাবো নাকি চুরি করবো মনা
সবজির কথা বলতে গেলে লজ্জা টানি মুখে,,,,,
গ্যাসের খনি রুপোর মতো ১৬০০ তে মেলে আবার
বিদ্যুতেরই ঘাটতি কেনো উৎপাদন কি বাড়ে না
গরমে আর কেমনে বাচমু আমরা টারডিগ্রেড না
কারও অন্ন বস্ত্র নাই আমার বাসস্থান চাই, কারও শিক্ষা পুড়ে ছাই আমার চিকিৎসা কই পাই, আরে..
রাজাকাররা মরে নাইকা হেলমেট পইরা গুল্লি করে
দাঁড়ি টুপি রাখি আমি মুসলিম বলে জঙ্গি ডাকে
চোর দালালে দেশটা ভরা বিদেশ গেলে দেখা যায়
গ্রাজুয়েশন কমপ্লিট বাট চাকরি খুঁজতে জুতা যায়
ব্যবসায়ীরা সুযোগ খুঁজে মানুষরূপী হায়না আবার চক বাজারের মালে লেখা এইডা made in china
Dhur mia….

Chorus:
পানি নাই গ্যাস নাই টাকা আছে শান্তি নাই
ঘরে গেলে বিদ্যুত আবার জমিদারদের বস্তি চাই
সোনার দামে সবজি খাই চোর মুক্ত দেশ চাই
গণতন্ত্রের দেশে আবার উচিৎ কইলে মুক্তি নাই
পানি নাই গ্যাস নাই টাকা আছে শান্তি নাই
ঘরে গেলে বিদ্যুত আবার জমিদারদের বস্তি চাই
সোনার দামে সবজি খাই চোর মুক্ত দেশ চাই
গণতন্ত্রের দেশে আবার উচিৎ কইলে মুক্তি নাই

VERSE:
দেশের প্রতিটা ওলি গলিতেই ধর্ষণ
ঘুম থেকে উঠে কাগজে বা টিভিতে
নিউজটা লেগে থাকে ধর্ষণ ধর্ষণ
প্রতিটা চোখেতেই বর্ষণ আর বর্ষণ
ইতিহাস ঘটে যায় আর কত ঘটবে
কাগজটা ভরে যায় আর কত লিখবে
জীবনটা শেষ প্রতি সেকেন্ডে হেই হেই
ধর্ষণ ধর্ষণ আর কত বলবে
ছোট ছোট চামচিকা বইসা থাকে খপ্পরে
মরিচিকা কলেজ নয় আবাসিক হোটেলে
ঘুণ ধরে কাঠে মাগার ধরেনা ওগোর কর্মে
তাই ধর্ষণও আছে এখন T20 ফর্মে
এদেশে ধর্ষণ অপরাধ নয় কেন?
বিচার চাওয়াটা শুধু অপরাধ হয়
আর কত ইতিহাস ঘটে যাবে দেশে
মহামারিতেও নাকি কিছুলোক হাসে

Chorus:
পানি নাই গ্যাস নাই টাকা আছে শান্তি নাই
ঘরে গেলে বিদ্যুত আবার জমিদারদের বস্তি চাই
সোনার দামে সবজি খাই চোর মুক্ত দেশ চাই
গণতন্ত্রের দেশে আবার উচিৎ কইলে মুক্তি নাই
পানি নাই গ্যাস নাই টাকা আছে শান্তি নাই
ঘরে গেলে বিদ্যুত আবার জমিদারদের বস্তি চাই
সোনার দামে সবজি খাই চোর মুক্ত দেশ চাই
গণতন্ত্রের দেশে আবার উচিৎ কইলে মুক্তি নাই

More updates: Razaul Pranto Official Fans Club
Link: https://www.facebook.com/groups/549268246790961

#razaulpranto #itihash #banglaRapsong #newrapsong #rapsong #newrapsong2023 #history

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *