আসসালামু আলাইকুম,
প্রিয় ভিউয়ারস, যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিন, এইরকম আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যনেলটি সাবসক্রাইব করুন!
আমাদের সমাজে দেখা যাচ্ছে যে যারা সংগীত শুনে তাদের চেয়ে গায়কের সংখ্যা বেশি। সবাই সংগীত শিখতে চায় ভালো কিছু করতে চায়। মূলত এই চিন্তাধারায় আমাদের এই লিরিক চ্যেনেল পরিচালনা করা। এখানে সবসময় নতুন নতুন সংগীতের লিরিক দেওয়া হয়। তাই উদিয়মান শিল্পীরা এখান থেকে লিরিক সংগ্রহ করে খুব সহজে সংগীত শিখতে পারেন
লিরিকঃ
(আজকে আমি ছোট্ট শিশু
কালকে কিশোর শেষ
আমার হাতে উঠবে গড়ে
মেধাবী বাংলাদেশ)।।
(আমার হাতে বন্ধ হবে দূর্নীতি সন্ত্রাস
আমার জন্য ফেলবে মানুষ স্বস্তির নিশ্বাস)।।
কন্ঠে কন্ঠে উঠবে জেগে
(সুখের বাংলাদেশ)।।
(মেধাবী বংলাদেশ সোনার বাংলাদেশ)।।
আজকে আমি ছোট্ট শিশু
কালকে কিশোর শেষ
আমার হাতে উঠবে গড়ে
মেধাবী বাংলাদেশ
(আমাকে দিওনা ক্ষেতে খামারে
বড়দের কোনো কর্মে
বানিয়োনা মরে কুলি-মজুরে
ছেড়ে দাও খাতা কলমে)।।
তবে একদিন আমি এনে দেবো
শান্তি সুখের আবেশ
(মেধাবী বংলাদেশ সোনার বাংলাদেশ)।।
(আমাকে দিওনা ধর্মবিহীন
অশালিন কোনো শিক্ষা
আমায় শিখাও কোরআন সুন্নাহ
আঁলোকিত যত দীক্কা)।।
তবে ধর্মের ছোঁয়া পেয়ে হবে সুশভিত এই দেশ
(মেধাবী বংলাদেশ সোনার বাংলাদেশ)।।
আজকে আমি ছোট্ট শিশু
কালকে কিশোর শেষ
আমার হাতে উঠবে গড়ে
মেধাবী বাংলাদেশ
আমার হাতে বন্ধ হবে দূর্নীতি সন্ত্রাস
আমার জন্য ফেলবে মানুষ স্বস্তির নিশ্বাস
কন্ঠে কন্ঠে উঠবে জেগে
(সুখের বাংলাদেশ)।।
(মেধাবী বংলাদেশ সোনার বাংলাদেশ)।।।।।।।
===================♥
আমাদের ফেইসবুক পেইজঃ
https://www.facebook.com/398329340790536/posts/611080186182116/?substory_index=0