চকলেট পাগল মেয়ে! || Bangla Comedy 😝Video Choklet Pagol Meye!

চকলেট পাগল মেয়ে! || Bangla Comedy 😝Video Choklet Pagol Meye!

চকলেট পাগল মেয়ে মৌসুমী! সে খুব চকলেট খেতে ভালোবাসে! একা খাওয়ার জন্য, সে অনেকগুলি চকলেট কিনে, ফাঁকা বাগানে এসে, খেতে থাকে! কিন্তু তার ছোট বোন রিতা ও ভাই সামিউল খুব চালাক! তারাও ঠিক পিছন পিছন চুপি চুপি এসে তার চকলেট খাওয়ায় বাগড়া দেই! অবশেষে মৌসুমী তাদের দুজনকে চকলেট দিতে বাধ্য হয়। একদিন মৌসুমী ও রিতা রাস্তা দিয়ে হেঁটে চলেছে সেই সময় এক যুবক সাবির ও শাওন ফুল নিয়ে এসে অপেক্ষা করছে মৌসুমিকে দিবে বলে! মৌসুমিকে দেখে সাবির ফুল দিতে গেলে, সে বলল সে কি ছাগল নাকি, যে ফুল চাবিয়ে খাবে? তার চাইতে চকলেট নিয়ে আসলেই ভালো হতো! সাবির খুব বিরক্ত হয়ে ফুল ফেলে দিয়ে বলল এক্কেবারে আনরোমান্টিক মেয়ে! এই কথা শুনে শাওন তার হাতের ফুল ফেলে দিয়ে, সে দৌড় মারলো চকলেট নিয়ে আসতে! কিন্তু সেই সময় সে চকলেট কোথায় পাবে! রাস্তা দিয়ে যাওয়ার সময় সে সামিউল, শাহরিয়া ও ইখলাস কে দেখতে পেল। তারা চকলেট খাচ্ছিল। শাহারিয়ার হাতে দেখতে পেল একটি বড় চকলেট! সে শাহরিয়ার হাত থেকে সেই চকলেট টি কেড়ে নিয়ে, দৌড়ে গিয়ে মৌসুমীর হাতে দিল! মৌসুমী তো চকলেট পেয়ে খুব খুশি!😄 এদিকে শাহরিয়া ও সামিউল তাদের পিছনে পিছনে দৌড়ে চলে এলো, এই আমার চকলেট দাও! এদিকে মৌসুমী সেই চকলেট পেয়ে, মনের আনন্দে খেতে খেতে হাসতে হাসতে চলে গেল! Oh Bangla 😜🤣 এর এবারের নিবেদন – গ্রামের ছেলেমেয়েদের চকলেট খাওয়া নিয়ে, মজাদার ফানি ভিডিও বা কমেডি ভিডিও বা হাসির নাটক_চকলেট পাগল মেয়ে! 🤣😝😜
#comedy
#funny_video
#bangla_comedy_natok
#village_comedy
@OhBanglaFun

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *