একজন মানুষের আত্মহত্যার আগে লিখে যাওয়া এক চিঠির কথা নিয়েই এই গান | আত্মহত্যা মহাপাপ বলেই আজ এই শহরে হাজারো জীবন্ত লাশ ঘুরে বেড়ায় স্মৃতিহত্যা করতে পারলে, এ শহরে কেউ আর আত্মহত্যা করতো না!
This Song Creatures
Vocalist : Nazel Biswas
Director : Nazel Biswas
Cast: Tasmim Tithe
Arfin Salman
Nazel Biswas
Cinematographer : Arfin Salman
Photographer: AR RAHUL
Production House : Chitro Kotha
Video Story : Nazel Biswas
Editing & Colour Grading : Nazel Biswas
Audio Record : At Home
Mixed,Mastered – Sajid Sadat Khan at Sj Studio
Follow On Facebook: https://www.facebook.com/nazelbiswasofficial
একা বসে তুমি,
দেখছো কি একই আকাশ
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা!
মেঘে ঢাকা তারার আলো,
দেখে থাকো তুমি, দেখো ভালো
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়!
_
সেই দিনে, এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবেনা সে গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার!
_
আমার দেহখান,
নিওনা শ্মশান, এমনিতেও পুড়ে গেছি!
আমার, সব স্মৃতি,
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি!
_
দেহ পাশে কেহ কেঁদো না,
গল্পগুলো রেখো অজানা,
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প!
যাতে লিখা হাজার কষ্ট,
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ,
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন!
সেই দিনে, এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবেনা সে গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার!
_
আমার দেহখান
নিওনা শ্মশান এমনিতেও পুড়ে গেছি,
আমার সব স্মৃতি
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি!
][সমাপ্ত][
#amardehokhan #odd_signature #banglamusicvideo