বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সঙ্গীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার এদেশের সংস্কৃতির এক অমর নাম। তাঁর সৃষ্ট বিশ হাজারেরও বেশি গান আমাদের মাঝে আজও অম্লান। সেই গানগুলোকেই নতুনভাবে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে ‘আইপিডিসি আমাদের গান’-এর এবারের আয়োজন।
গাজী মাজহারুল আনোয়ার রচিত ‘তুমি আরেকবার আসিয়া’ গানটি নির্মাতা বেলাল আহমেদ-এর ‘নাগরদোলা’ চলচ্চিত্রের একটি গান। সেইসময় গানটিতে কণ্ঠ দেন প্রখ্যাত সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়। মানবজীবনের প্রেম-বিরহ নিয়ে লোকজ ঘরানার এই গানটি চলচ্চিত্র মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
গান: তুমি আরেকবার আসিয়া
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
মূল সংগীত পরিচালক ও সুরকার: আলাউদ্দিন আলী
মূল সংগীতশিল্পী: রথীন্দ্রনাথ রায়
সার্বিক পরিকল্পনা ও পরিচালনা: রাশিদ খান
সঙ্গীতায়োজন: ইমন সাহা
কণ্ঠ: অনিমেষ রায়
এজেন্সি: ক্রিয়েটো
প্রোডাকশন: ফোরটিনাইন ব্লু
বেজ গিটার: তানিম
কিবোর্ড: সামিত
ড্রামস: সামি
লিড গিটার: রাজীব
তবলা: অনির্বাণ
ঢোলক: দিপ্ত
পারকেশন: জিত
ফ্লুট: জালাল
দোতারা: জালাল
কোরাস: পুষ্পিতা, বর্ষা, নদী
গাজী মাজহারুল আনোয়ার-এর ছবিটির ফটোগ্রাফার: অভি মইনুদ্দীন
‘তুমি আরেকবার আসিয়া’ গানটি ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত নাগরদোলা চলচিত্রের অন্তর্ভুক্ত। নাগরদোলা চলচিত্রটি প্রযোজনা ও পরিচালনায় ছিলেন বেলাল আহমেদ।