হোলির রঙে রংবাজি! || Bangla Comedy Natok Rongbaji !
বসন্ত এসে গেছে! প্রকৃতিতে বসন্তের ছোঁয়ায়, আম গাছে মুকুল, শিমুল গাছে ফুল, পলাশ গাছে ফুল, প্রকৃতি একেবারে সেজে উঠেছে! এই সময়ে ছেলেমেয়েদের মনেও আনন্দ জেগে ওঠে! রাস্তা দিয়ে যাচ্ছে মৌসুমী ও রিতা। মৌসুমির মনেও খুব আনন্দ, সে গুনগুন করে বসন্ত এসে গেছে গানটি গাইছে,এমন সময় রাস্তার ধারে দুজন তরুণ ছেলে, তাদের রাস্তা আটকে দাঁড়ায়। তারা তাদের সঙ্গে ফাজলামি ইয়ার্কি শুরু করে। মৌসুমী বিরক্ত হয়ে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যায়। ছেলে দুটি তাদেরকে বলে ঠিক আছে, কালকে হোলি! কালকে একসঙ্গে হোলি খেলব! হোলির দিনে সমস্ত এলাকা জুড়ে সকলেই হোলি খেলছে। দুজন ছেলে শাহারিয়া ও সামিউল রাস্তায় হোলির রং নিয়ে খেলছে। সেই সময় রাস্তার ওপর প্রান্তে মৌসুমী ও রিতা হোলির রং মাখামাখি করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে। সেই সময় তাদের রাস্তা আটকে দাঁড়ায় সেই আগের দুজন ছেলে। তারা তাদের রং মাখাতে চাই কিন্তু মৌসুমী ও রিতা তাদের হাত থেকে রং মাখতে চাই না। এবারের হোলি স্পেশাল ফানি ভিডিও বা বাংলা হাসির নাটক_হোলির রঙে রংবাজি!
#comedy #bangla_comedy_natok #হাসির_নাটক #funny_video
@OhBanglaFun