মাধ্যমিক পরীক্ষায় কি অবস্থা! || Bangla Comedy Natok Madhyamik Porikkha ki avastha !

মাধ্যমিক পরীক্ষায় কি অবস্থা! || Bangla Comedy Natok Madhyamik Porikkha ki avastha !
মাধ্যমিক পরীক্ষা, তার কয়েকদিন আগেই দুই ছাত্রী দিব্যি সুন্দর খেলা করছে, পড়াশোনার নাম নেই! তাদের খেলা করার সময় একজনের বড় ভাই এসে বকাবকি করতেই মৌসুমী নামের ছাত্রী গিয়ে পড়তে বসে। কিন্তু কোন বিষয়ের বইয়ে পড়াতে তার মন বসে না! কারণ আগে থেকে সে ঠিকমতো পড়াশোনা করেনি । এ বই, সে বই কিছুক্ষণ
উল্টিয়েই তার ঘুম এসে যায়। কয়েকদিন পর সে সকলের মতই পরীক্ষা দিতে যাই! মাধ্যমিক পরীক্ষা বলে কথা! তাই বাড়ির গার্জিয়ান হিসেবে তার বড় ভাই তার সঙ্গে যাই। তেমনই অন্যান্য ছাত্র-ছাত্রীদের আত্মীয়-স্বজনরাও তাদের সঙ্গে যায়। পরীক্ষা হলে ঢুকে গেলে তাদের আত্মীয়-স্বজনরা স্কুলের বাইরে বাগানে বসে থাকে, যতক্ষণ না পরীক্ষা শেষ হয়। সেই সময় সেই বাগানে বিভিন্ন ধরনের ফল খাবার বিক্রি হয়। মৌসুমীর ভাই ও শাহরিয়া পেয়ারা কিনে খায়। এদিকে মৌসুমী পরীক্ষা দিতে গিয়ে তেমন কিছু লিখতে পারেনা। কিন্তু রিতা টুকলি বের করে অনেক প্রশ্নের উত্তর লিখে ফেলে! এদিকে ছেলেদের মধ্যে একজন ছেলে টুকলি করায় মাস্টারমশাই তার পরীক্ষার খাতা কেড়ে নেয়! সে মাস্টারকে বলে যে বাইরে তাকে দেখে নেবে, সেইমতো পরীক্ষা শেষ হওয়ার পর সেই মাস্টার যখন বাগানের রাস্তা দিয়ে যায়, তার রাস্তা আটকে দাঁড়ায় সেই ছাত্র!
Oh Bangla Fun এবারের নিবেদন_ মাধ্যমিক পরীক্ষায় কি অবস্থা!
#comedy
#bangla_funny_video
#হাসির_নাটক
@OhBanglaFun

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *