পতেঙ্গায় কর্ণফুলী নদীর ওপর জাহাজ চলাচলের ব্যস্ততা আর উত্তাল ঢেউ দেখে বোঝার উপায় নেই তার তলদেশে সুড়ঙ্গ করে চলে গেছে এক কিলোমিটারের বেশি লম্বা বাংলাদেশের একটি সড়ক পথ।
পাশাপাশি দুটি সুড়ঙ্গের একটি সম্পন্ন। এখন দ্বিতীয় সুড়ঙ্গ নির্মাণ শুরুর প্রস্তুতি চলছে চট্টগ্রামের পতেঙ্গায়। কর্ণফুলী নদীর তলদেশ ছুঁয়ে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম টানেল অপরপ্রান্তে বেরিয়ে গেছে। এ মাইলফলক অগ্রগতি হয়েছে বঙ্গবন্ধু টানেল নির্মাণযজ্ঞে।
নেভাল একাডেমি পাশ থেকে টানেলের প্রবেশপথ। প্রথমে মাটির নিচে যেতে যেতে নদীর তলদেশ ভেদ করে অপরপ্রান্ত আনোয়ারের দিকে বের হয়ে গেছে। প্রায় ২ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ কাজ শেষ হয়েছে।
বিঃদ্রঃ অত্র প্রতিবেদনে কিছু ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে, যা বাস্তবের সাথে কোন মিল নেই। শুধু মাত্র দর্শকদের উপলব্ধির সুবিধার্থে।