বাংলাদেশের প্রথম ভাসমান ওয়াটার পার্ক।। চিকলি পার্ক।। Bangladesh’s first floating water park।। Chikli Park।। চিকলি বিল | Rangpur
২০১৮ সালে বেসরকারি উদ্যোগে চিকলি বিলকে ঘিরে চিকলি ওয়াটার পার্কের নির্মান কাজ শুরু হয়। এখনো পার্কের ৪০ ভাগ কাজ বাকি। এরইমধ্যে ভ্রমণ পিপাসু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটি। এই পার্কটি দেশের প্রথম ভাসমান ওয়াটার পার্ক। প্রায় ১০০ একর আয়তন জুড়ে পার্কটি অবস্থিত রংপুর মূল শহর থেকে মাএ ৫ কিলোমিটার দূরে হনুমনতলা এলাকায় আবিজাত এই পার্কটি। চিকলি পার্কের ভিতরে প্রবেশ করলে সবার সামনে পড়ে চিকলি ওয়াটার পার্ক। কেবল পানি নিয়েই ২০ টি রাইড আছে এখানে। পার্কটির বিভিন্ন জায়গায় বসার জন্য অনেক বেঞ্চ রয়েছে। পার্কটির মূল আকর্ষণ কৃত্রিম ভাবে তৈরী করা ঝর্ণা। আর এই ঝর্ণার পানিতে ঘুরে বেড়ায় দেশী-বিদেশী নানা রঙের মাছ যা দেখতে খুবই ভালো লাগে। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। বিশাল একটি নাগরদোলা আছে। নাগরদোলার পাশেই আছে gaming zone এখানে আছে feeling lucky hammer 9DVR 7DVR kids car merry go round এই সব রাইড গুলো বাচ্চাদের জন্য খুবই আনন্দের। পার্কটি প্রচুর গাছগাছালি রয়েছে। সন্দুর প্রাকৃতিক পরিবেশে পরিবার পরিজন নিয়ে কাটানোর জন্য একটি ভালো স্থান।
#Chikli_water_park
#Rangpur
#Chiklibill
#SharinasMom
#travel
#Rangpur_City
▶️পার্কটি প্রতিদিন সকাল ১০ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত খোলা থাকে।
▶️টিকেট মূল্য জনপ্রিয় ৩০ টাকা করে।
Song : Mike Leite – Vacaciones
Music Provided By Vlog No Copyright Music.
Creative Commons – Attribution 3.0 Unported
Video Link : https://youtu.be/OoEr28cJFY4
ফরিদপুর শেখ রাসেল শিশুপার্ক নিয়ে তৈরি করা ভিডিও টি দেখুন নিচের লিংকে :
https://youtu.be/SepqacXGUxo
আলাউদ্দিন পার্ক নিয়ে তৈরি করা ভিডিও টি দেখুন নিচের লিংকে :
সৈয়দপুর থিম পার্ক নিয়ে তৈরি করা ভিডিও টি দেখুন নিচের লিংকে :
ব্লু-ওয়াটার পার্ক নিয়ে তৈরি করা ভিডিও টি দেখুন নিচের লিংকে :
https://youtu.be/Jr3TrZ8yEWc
ম্যাজিক প্যারাডাইস নিয়ে তৈরি করা ভিডিও টি দেখুন নিচের লিংকে :
https://youtu.be/gfHoP2ZVbv0
চন্দ্রমহল ইকো পার্ক নিয়ে তৈরি করা ভিডিও টি দেখুন নিচের লিংকে :
https://youtu.be/FYsf_pwx48I