৪'শ বছরের ঐতিহ্য বগুড়ার পোড়াদহ মেলা । মাছের মেলা । Traditional Village Fair of Bangladesh

৪’শ বছরের ঐতিহ্য বগুড়ার পোড়াদহ মেলা । মাছের মেলা । Traditional Village Fair of Bangladesh

পোড়াদহ মেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা..
প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবারে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ির অদূরে বসে এ মেলা…
দূরদূরান্ত থেকে মেলায় আসে প্রচুর মানুষ.. চারিদিকে উৎসব মুখর অবস্থা বিরাজ করে…
মেলাটি প্রায় চার শত বছর পূর্বে শুরু হয় বলে ধারণা করা হয়…
মূলত একদিনের মেলা হলেও স্থানীয়ভাবে সপ্তাহব্যাপী উৎসব লেগে থাকে…
এই বছর মেলাটি এক সপ্তাহ পিছিয়ে ফাল্গুন মাসের প্রথম বুধবার আয়োজন করা হয়!
মেলা উপলক্ষে প্রতিটি ঘরে ঘরে আত্মীয়স্বজন আসে.. বিশেষ করে আসে মেয়ে-জামাইয়েরা…
জামাইয়েরা মেলা থেকে বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যান, এ রেওয়াজ আজও চালু আছে…
মেলায় এসে যেদিকে চোখ যাচ্ছিলো শুধু মাছ আর মাছ.. আমি জীবনে এতো বড় বড় মাছ কখনো একসাথে দেখিনি!!!

ফেসবুক পেজের লিংক –
https://bit.ly/2ZfaZZ6

You can Follow me on-

Facebook : https://www.facebook.com/tiham.nawar
Instagram : https://www.instagram.com/tiham_ahnaf/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *