Song: Manush Boroi Sharthopor
Singer: Baul Sukumar
মানুষ বড়ই স্বার্থপর লিরিক্স | Manush Boroi Sharthopor Lyrics
মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর
বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গেরে অন্তর (২)
অচেনা এক জংলা পাখি যতন কিইরা বুকে রাখছি
বুকের পাজর ভাইঙ্গা সেজে সাজায় অন্যের ঘর
সাজায় অন্যের ঘর (২)
মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর
বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গেরে অন্তর (২)
হাসতে শিখায় যেই মানুষটা তার হাসি নেয় কেরে
সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে (২)
যারে তুমি ভাবো আপন তারতো নাই তোমায় প্রয়োজন
তোমার বুকে রাইখা মাথা খুরতাছে কবর রে
খুরতাছে কবর
মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর
বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গেরে অন্তর (২)
দুই দিনেরি দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ
তবুও কেনো স্বার্থের জন্য মানুষ বেইমান (২)
যারে তুমি ভাবো আপন তারতো নাই তোমায় প্রয়োজন
তোমার বুকে রাইখা মাথা খুরতাছে কবর রে
খুরতাছে কবর
মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর
বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গেরে অন্তর (৩)