The army must always be ready to accept the highest sacrifice
যে কোনো দুর্যোগে সেনাবাহিনী অতীতের ন্যায় সরকারের সঙ্গে থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি সিলেট সেনানিবাসে
নবগঠিত চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে একথা বলেন।
বৃহস্পতিবার সকালে ১৭ পদাতিক ডিভিশনে অনুষ্ঠিত পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
এর আগে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর মুহাম্মদ জুবায়ের সালেহীন বাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান। প্যারেড কমান্ডার মেজর জহিরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহীনির সম্মিলিত চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাবাহিনী প্রধানকে জেনারেল সালাম প্রদান করে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৭৫ ফিল্ড এম্বুলেন্স, ২ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং অর্ডন্যান্স ডেপো সিলেটের পতাকা উত্তোলন করেন বাহিনী প্রধান।
পতাকা উত্তোলন প্যারেডে সেনাবাহিনি প্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলা সহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামো গত উন্নয়নে গুরুত্বপুর্ন অবদান রাখছে। তিনি আরো বলেন একই ধারায় ভবিষ্যতেও মাতৃভূমির অখন্ডতা রক্ষা তথা জাতীয় যে কোন প্রয়োজনে সেনাবাহিনী কে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে। তিনি সেনাবাহিনীর সকলকে সম্মিলিত প্রচেষ্টায় দেশমাতৃকার যে কোন প্রয়োজনে এগিয়ে আসতে