ধুপ ধাপ… ধুপ ধাপ…
বাহ্ বাহ্ বাংলা ওয়াশ
বাংলাদেশের ইতিহাস…
বাংলা ওয়াশ
টি২০ আন্তর্জাতিক ট্রাই-নেশন সিরিজ
… এই প্রথম বাংলা নামে ত্রিদেশীয় ক্রিকেট কাপ
বাহ্ রে বাপ রে বাপ,
বাহ্ বাহ্ বাংলা ওয়াশ
#BanglaCup #BanglaWash #Cricket #Mashrafe #SobarUporeBangla #BangladesherItihash #BodlaiBhitorTheke #ChangeTheGame #CholoKhelaPaltai #Detergent
আমার, আপনার, আমাদের পরিচয়ের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ। কারণ, ৫২-এর পথ ধরে বাংলা’র দাবি জন্ম দিয়েছিল ৭১-এর বাংলাদেশ। আমি সেই বাংলাদেশের। আমার জন্ম একাত্তরের আগে, পরে বা বর্তমান বাংলাদেশে যখনই হোক, আমার রক্তধারা, আমাদের প্রজন্ম প্রজন্মের উত্তরাধিকার একই যোগসূত্রে গাঁথা!
সেই সূত্রটিই হলো বাংলা ভাষা।
এই বাংলা এবার প্রথমবারের মতো জায়গা করে নিলো ক্রিকেট বিশ্বে, সৃষ্টি করল নতুন ইতিহাস। এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক সিরিজ এবং ট্রফিতে থাকছে আমাদের মাতৃভাষা বাংলা হরফে লেখা শব্দ ‘বাংলা’। নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের ও গৌরবের ঘটনা।