Ami Bangali | আমি বাঙ্গালী | Sattar Islam | MR Babu |Bangladesh Song 2021

Ami Bangali | আমি বাঙ্গালী | Sattar Islam | MR Babu |Bangladesh Song 2021
আমাদের সোনার বাংলাকে নিয়ে গান
Bangladesh Song | বাংলাদেশ গান | Sattar Islam | MR Babu |Bangladesh Song 2021

সুজলা, সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশকে প্রকৃতির লীলা নিকেতন বলা হয় | অপূর্ব সৌন্দর্য, শস্য সম্পদ ও নানা প্রকার বৈচিত্র্যে ভরা এরূপ দেশ পৃথিবীতে বিরল | ফুলে ফলে ও সৌন্দর্যে ভরা বাংলাদেশের এ প্রাকৃতিক বৈচিত্র্যে মুগ্ধ হয়ে কবি গেয়েছেন-

“এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাক তুমি*

সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি |”

বিগত ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয় | এর উত্তর দিকে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, পূর্বে আসাম, ত্রিপুরা রাজ্য, মিজোরাম ও বার্মা (মায়ানমার), দক্ষিণে বঙ্গোপসাগর ও পশ্চিমে পশ্চিমবঙ্গ অবস্থিত |বাংলাদেশ

পৃথিবীর অন্যতম বৃহত্তম ব-দ্বীপ | বহু নদ-নদী এর ওপর দিয়ে প্রবাহিত | বাংলাদেশের ভূ-প্রকৃতিকে তিনভাগে ভাগ করা যায় | যথাঃ টারশিয়ারী যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ও সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, পার্বত্য চট্টগ্রামের শৈলশ্রেণী, জলপ্রপাত একে অপূর্ব সৌন্দর্য দান করেছে |

বাংলাদেশ একটি গ্রামবহুল দেশ | এর একটি গ্রাম যেন প্রকৃতির লীলা নিকেতন | যেদিকে দৃষ্টিপাত করি না কেন, দেখা যায় ছায়াঘেরা পল্লী, তৃণাচ্ছাদিত সবুজ মাঠ, আম-জাম, কাঁঠালের কুঞ্জবন, তাল, নারকেল, সুপারি বৃক্ষের সারি, পুকুর, দীঘি, জলাশয়, ফুল-ফলময় বৃক্ষ, তৃণগুল্ম শোভিত অরণ্যানীর মনোরম শোভা আর শস্য-শ্যামল ক্ষেত | কবির ভাষায়-

“অবারিত মাঠ, গগন ললাট চুমে পদধূলি*
ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি, *
পল্লবঘন আম্র কানন রাখালের খেলাগেহ*
স্তব্ধ অতল, দীঘি কালোজল, নিশীথশীতল স্নেহ |”

এর অপূর্ব রূপ দর্শন করে সারাদেশবাসী মুগ্ধ হয় |

বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ | এদেশে নদীগুলো জালের মত বিছিয়ে আছে | এ রকম নদ-নদী বিশ্বের আর কোন দেশে নেই | পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলি, শীতলক্ষা প্রভৃতি নদী বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে এদেশের সমভূমি এলাকাকে শস্য শ্যামলা করেছে এবং নদীপথে চলাচলের সুবিধা করে দিয়েছে | এ সকল নদীর দৃশ্য অতি মনোরম | নদীপথে যখন অসংখ্য সারিবদ্ধ নৌকা পাল তুলে চলতে থাকে তখন নদীর ঢেউয়ে পাল তোলা নৌকাগুলোকে খুব সুন্দর দেখায় |

বাংলাদেশের ঋতু বৈচিত্র্য এখানকার নৈসর্গিক দৃশ্যের অনেক পরিবর্তন ঘটায় | গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত -এ ছয়টি ঋতু নিরন্তর চক্রাকারে আবর্তিত হয়ে চলে | গ্রীষ্মের প্রখর সূর্যতাপে যখন তরুলতা, মাঠ, ঘাট দগ্ধ হয়ে উঠে তখন বাগানে

বাগানে আম পাকতে শুরু করে |

বর্ষার আগমনে খাল-বিল, মাঠ-ঘাট পানিতে থৈ থৈ করে | প্রবল জলোচ্ছ্বাস পাট খেত, ধানের খেত, মাঠ-ঘাট পূর্ণ করে তোলে | এ সময়ে আকাশ হতে বিপুল বর্ষণধারা নামে, কুহুকেকার আনন্দ ধ্বনি জাগে | বনে বনে যুথী, কেয়া ও কদম্ব ফুলের স্নিগ্ধ সৌরভ ভেসে বেড়ায় |

বর্ষার পর শরৎ তার শুভ্র জ্যোৎস্না নিয়ে আগমন করে | তখন জলহারা সাদা মেঘ আকাশে ভেসে বেড়ায় | এ সময় শেফালি, কামিনী প্রভৃতি ফুল ফুটে সৌন্দর্য সৃষ্টি করে |

অতঃপর হেমন্তের আগমনে শস্যক্ষেত ধীরে ধীরে হরিদ্রাবর্ণ ধারণ করে, তখন প্রকৃতি অপরূপ শোভায় সজ্জিত হয় | এ সময় রাত্রিতে খুব শিশিরপাত হয় | প্রাতঃকালে শিশিরস্নাত তৃণগুলোর ওপর সূর্যরশ্মি পড়লে এক মনোহর দৃশ্যের সৃষ্টি হয় | শীতের আগমনে সমস্ত গাছপালা শুষ্ক, বিবর্ণ ও শ্রীহীন হয়ে পড়ে | এ সময় খেজুর গাছে রস হয় | এ রস দ্বারা গুড়, বিভিন্ন প্রকার পিঠাপায়েস তৈরি করা হয় |

সবশেষে আসে বসন্ত, এ সময় সব গাছে গাছে নতুন পাতা জন্মায় | গাছে গাছে পাখি গান গায় | এ সময় গাছে গাছে ফুল ফোটে | এ জন্য বসন্তকে “ঋতুরাজ” বলা হয় |

বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য যেমনি অতি মনোরম, অতি মনোহর, অতি সুন্দর, তেমনি এ দেশের মানুষও বৈচিত্র্য পিয়াসী | শরতের ক্ষীণস্রোতা নদী বর্ষায় যেমন নব যৌবন লাভ করে, তেমনি এখানকার অধিবাসীদের মনেও এর প্রভাব পড়ে | প্রকৃতির ব্যাপকতার সাথে তাল মিলিয়ে মাঝি ধরে গান | অন্যান্য পেশার মানুষও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ঋতুর পরিবর্তনকে হৃদয় দিয়ে উপভোগ করে | পৃথিবীর কোন দেশের সাথে বাংলাদেশের সৌন্দর্যের তুলনা হয় না |

#AmiBangali
#SattarMusic

#Bangladesh
#BangladeshSong
#BanglaSong

* ANTI-PIRACY WARNING *
This content is Copyright to Sattar Music
Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!mfc production,mfc production official,habib mfc,mfc latest,kanyadaan sun bangla,sun bangla serials,sun bangla serial episode,.bangladesh shadhinota dibosh song,bangla song,new bangla song,bangla new song,বাংলাদেশ,বাংলা গান ২০২১,bangladesh,travel bangladesh,bangladesh explore,amazing bangladesh,incredible bangladesh,bangladesh vlog,bangladesh documentary,rangamati,rooftop train bangladesh,explore bangladesh,visit dhaka,raw beauty,raw travel,sundarban

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *