‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম এভ্রিলকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরছিলেন না। একবার ধরে সামান্য কথা বলেন তিনি।
পরে আধঘণ্টা পর ফোন দেবেন বলে জানালেও আর ফোন দেননি।
এর আগে তাঁকে পরিচয় দিলে তিনি বলেন-
‘আমি এখন ব্যস্ত আছি। এখন কথা বলতে পারছি না। ‘
‘পাঁচ মিনিট কথা বলব’
‘পাঁচ মিনিট কেন এক মিনিটও কথা বলতে পারব না। ‘
‘আমি পজিটিভ বিষয় নিয়ে কথা বলতে চাই। ‘
‘ভাইয়া আমি এখন পাসপোর্টের ফরম পূরণ করছি’
‘এর মধ্যে ৩ মিনিট কথা বলা যায় তো। ‘
‘আপনার বিয়ের বিষয়ে একটা ”গুজব” ছড়াচ্ছে। ‘
‘আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমি করিনি। ‘
‘কেন?’
‘কারণ এত দ্রুত আমি বিয়ে করতে চাইনি। ‘
‘আচ্ছা আপনার বাইক রাইডার হয়ে ওঠার গল্পটা যদি বলতেন’
‘ভাইয়া আমি এখন ব্যস্ত আছি, আপনি আমার সময়টা নষ্ট করছেন।
‘প্লিজ’
‘আমার কি তাহলে ফোন ধরাটাই ভুল হয়েছে?’
‘না না ঠিক আছে। ‘
‘আচ্ছা আমি আধঘণ্টা পরে আপনাকে ফোন দিচ্ছি।
আধঘণ্টা পরে চেষ্টা করলে জান্নাতুল নাঈমের নম্বর ‘ওয়েটিং’ পাওয়া যায়। এরপর ফোন দিলে তিনি কেটে দেন।
Bangla Crime Show New,
Bangla crime ,
ekusher chokh,
Bangla Crime ,
show ekusher chokh ,
Bangla Crime ,
New Bangla Crime Program ,
Bangla Crime ,
New Bangla Crime ,
Victim,
crime story,
talash new,crime,
crime of bangladesh,
bangladeshi crime,
crime programme of bangladesh,
crime program,
crime program talash,
bangla crime program,
bangla natok,
investigation 360 degree
team undercover,