সোনারগাঁয়ের ঈশা খাঁর জমিদার বাড়ি || বড় সরদার বাড়ি || Travel Vlog (SAIFUL 360°) Dhaka,Bangladesh.

প্রাচীন মুসলিম শাসনামলে ১২৯৬ থেকে ১৬০৮ সাল পর্যন্ত সোনারগাঁ বাংলার প্রদেশের রাজধানী ছিল।এরপর রাজধানী ঢাকায় স্থানান্তর করা হলে সোনারগাঁর প্রাধান্য কমে যায়। দুটি ভাগবিশিষ্ট সর্দার বাড়ির ছোট প্রবেশ মুখের ভাগটিতে একটি দেয়াল লিখন থেকে জানা যায় যে এই ভবনের পিছনের চারপাশের তিনটি ভবন মুঘল আমলের প্রথম দিকে নির্মিত। মধ্যভাগের লাল বর্গাকার ভবনটি বাংলার বারো ভূইয়ার সময় নির্মিত হয়েছে। সামনের অংশ ১৯০২ সালে নির্মাণ করা হয়। এর নিচ তলায় ৪৭টি এবং দ্বিতীয় তলায় ৩৮টি কক্ষ বিদ্যমান।

#kishoregonj
#Vlog
#sonargaon_museum
#Esha_kha_Jomidarbari
#sodara
#Sonargaon_Esha_Jomida

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *