Borolok by Silma
নারী মনস্তত্ত্বের এবং নারী স্বাধীনতার পরিচায়ক এই গান, ‘বড়লোক’। সাংস্কৃতিক ও সামাজিক কুসংস্কারের প্রতিবাদ প্রকাশিত হয়েছে এই গানে। “মেয়েরা এভাবে চলা উচিত”, “মেয়েদের এভাবে আচরণ করলে তো চলবে না”, “আরে মেয়েদের কি দরকার!” এ ধরণের মানসিকতাসম্পন্ন প্রাণীদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় এই গান। অবলা নারীদের ভাষা এই ‘বড়লোক’, পুরুষতান্ত্রিক সমাজের প্রতি ধিক্কার এই ‘বড়লোক’। তরুণ প্রজন্মের নারীদের আন্তরিক সৌন্দর্য্যের প্রতীক এই ‘বড়লোক’, যারা নিজেদের সাধ্যের চরম সীমানায় পৌঁছেছে, শুধু নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে। এই মাটিতে যত মা, মেয়ে, বোন, যত নারীর চরণ ছুঁয়েছে, যাদের জ্ঞান-সৌন্দর্য্যে এই পৃথিবী স্বর্গীয় হয়ে উঠেছে, তাদেরই সন্তান এই ‘বড়লোক’। ‘বড়লোক’ এখানে আর্থিক সম্মান নয়, বরঞ্চ, আমাদের আরামের ‘ছোটলোকি’ থেকে বেরিয়ে আসারই আহবান! – স্টোয়িক ব্লিস
A Stoic Bliss Production
Produced by Shak1r
Engineered by Pucker Brown & As If
Directed by Lit Slick
DOP: Lit Slick
Editing: Shib-Z & Silma
Colorist: The Visual Guys
VFX: The Visual Guys
Executive Producer: Lit Slick